সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের ভারতে কাজ করা উচিত না উচিত নয়? বলিউডে এখন এটি লক্ষ নয়, কোটি টাকার প্রশ্ন৷ কারণ কোটি টাকার লেনদেনই জড়িত রয়েছে এই প্রশ্নের উত্তরের সঙ্গে৷ উত্তর নিয়ে অবশ্য বেশ বিভাজন তৈরি হয়েছে বি-টাউনের মাটিতে৷ সলমন এবং তাঁর ‘বিইং’ বন্ধুরা চান পাকশিল্পীরা এ দেশে কাজ করুন৷ নানা পাটেকররা আবার মনে করেন শিল্পীর চেয়ে দেশ বড়৷ আবার কলাকুশলীদের একাংশ সিদ্ধান্তর ভার সরকারের উপর চাপিয়ে মতবিরোধ থেকে দূরেই থাকতে চাইছেন৷
তবে রাধিকা আপ্তে ভারত-পাক ইস্যু থেকে মোটেও দূরে থাকতে চাইছেন না৷ তাঁর কথায়, পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের অবশ্যই ভারতে কাজ করা উচিত৷ নিজের বক্তব্যের স্বপক্ষে ‘পার্চড’ অভিনেত্রীর যুক্তি, যদি সুইস ঘড়ি ভারতে এসে নিজেদের বিপণি খুলতে পারে, তাহলে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদেরও এখানে কাজ করতেই পারে৷
প্রসঙ্গত, ইন্ডিয়ান মোশন পিকচার্স আর্টিস্ট অ্যাসোসিয়েশন (IMPAA) ইতিমধ্যে পাকিস্তানের শিল্পীদের ভারতে কাজ করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে৷ তবে, ব্যতিক্রমের রাস্তায় হাঁটাই পছন্দ রাধিকার, এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.