Advertisement
Advertisement

Breaking News

পাক শিল্পীদের ভারতে কাজ করা উচিত: রাধিকা আপ্তে

রাধিকার যুক্তি, যদি সুইস ঘড়ির বিপণি ভারতে খুলতে পারে, তাহলে পাক শিল্পীরা কেন কাজ করবেন না?

 Pakistani actors should come to India and work, says Radhika Apte
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 5, 2016 1:58 pm
  • Updated:October 5, 2016 1:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের ভারতে কাজ করা উচিত না উচিত নয়? বলিউডে এখন এটি লক্ষ নয়, কোটি টাকার প্রশ্ন৷ কারণ কোটি টাকার লেনদেনই জড়িত রয়েছে এই প্রশ্নের উত্তরের সঙ্গে৷ উত্তর নিয়ে অবশ্য বেশ বিভাজন তৈরি হয়েছে বি-টাউনের মাটিতে৷ সলমন এবং তাঁর ‘বিইং’ বন্ধুরা চান পাকশিল্পীরা এ দেশে কাজ করুন৷ নানা পাটেকররা আবার মনে করেন শিল্পীর চেয়ে দেশ বড়৷ আবার কলাকুশলীদের একাংশ সিদ্ধান্তর ভার সরকারের উপর চাপিয়ে মতবিরোধ থেকে দূরেই থাকতে চাইছেন৷

তবে রাধিকা আপ্তে ভারত-পাক ইস্যু থেকে মোটেও দূরে থাকতে চাইছেন না৷ তাঁর কথায়, পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের অবশ্যই ভারতে কাজ করা উচিত৷ নিজের বক্তব্যের স্বপক্ষে ‘পার্চড’ অভিনেত্রীর যুক্তি, যদি সুইস ঘড়ি ভারতে এসে নিজেদের বিপণি খুলতে পারে, তাহলে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদেরও এখানে কাজ করতেই পারে৷

Advertisement

প্রসঙ্গত, ইন্ডিয়ান মোশন পিকচার্স আর্টিস্ট অ্যাসোসিয়েশন (IMPAA) ইতিমধ্যে পাকিস্তানের শিল্পীদের ভারতে কাজ করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে৷ তবে, ব্যতিক্রমের রাস্তায় হাঁটাই পছন্দ রাধিকার, এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement