Advertisement
Advertisement

Breaking News

স্বাধীনতার প্রাক্কালে যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাক সেনা

যোগ্য প্রত্যুত্তর দিয়েছেন ভারতীয় জওয়ানরাও৷

Pakistan Resorts To Unprovoked Firing at Poonch
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 14, 2016 12:17 pm
  • Updated:August 14, 2016 12:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের ঠিক আগেই ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান৷ রবিবার ভোররাতে জম্মু-কাশ্মীরের পুঞ্চ সীমান্তে ভারতীয় সেনাকে লক্ষ্য করে গুলি চালাল পাক সেনা৷ যোগ্য প্রত্যুত্তোর দিয়েছেন ভারতীয় সেনা জওয়ানরাও৷

সূত্রের খবর, প্রথমে লাইট মেশিন গান ব্যবহার করছিল পাক সেনা৷ পরে হামলার জোর বাড়াতে মিডিয়াম মেশিন গান ও মর্টার শেলও ব্যবহার করে৷ জবাবে ভারতীয় সেনার পক্ষ থেকেও গুলি চালানো হয়৷ এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি৷

Advertisement

শনিবার পুঞ্চ জেলার এক বাজারে গ্রেনেড হামলায় ১১ জন আহত হন৷ পুলিশ সূত্রের খবর আহতরা সবাই অমরনাথের তীর্থ যাত্রী ছিলেন৷ স্থানীয় বাজার এলাকায় জড়ো হয়েছিলেন, সেই সময়ই তিন আততায়ী গ্রেনেড ছুঁড়ে পালাবার চেষ্টা করে৷ দুই জনকে পুলিশ আটক করতে পারলেও তৃতীয় জন এখনও পলাতক৷

চলতি বছরেই এপ্রিল মাসের ১০ তারিখ এভাবেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি চালিয়েছিল পাক সেনা৷ চার মাস পরে সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল৷ গত বছর পুঞ্চ সীমান্তে গুলি-চালনার ফলে প্রায় ১৬ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ৭১ জন আহত হয়েছেন৷ এভাবেই বারবার অনুপ্রবেশের চেষ্টা করেছে পাক সেনা৷ তবে প্রতিবারই রুখে দাঁড়িয়েছে ভারতীয় সেনা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement