Advertisement
Advertisement

Breaking News

পুঞ্চে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ওয়াঘায় মিষ্টি বিনিময় পাকিস্তানের

ভারতের কি উচিত ১৫ আগস্ট পাক সেনাকে মিষ্টি খাওয়ানো?

Pakistan rangers exchange sweets Pakistan violates ceasefire in Poonch
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 14, 2016 3:00 pm
  • Updated:August 14, 2016 3:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের দু’মুখো নীতি ফের প্রকাশ্যে এল রবিবার৷ এদিন ওয়াঘা সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর জন্য মিষ্টি পাঠাল পাক রেঞ্জার্স। তখনই অন্যদিকে পুঞ্চ সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলিবর্ষণ করল পাক সেনা৷ এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলের একাংশ অপেক্ষা করছেন ১৫ আগস্টের জন্য৷ ওইদিন দেশের স্বাধীনতা দিসব উপলক্ষ্যে ভারতীয় সেনাও পাক রেঞ্জার্সের হাতে মিষ্টি তুলে দেয় কি না, সেদিকেই তাকিয়ে গোটা দেশ৷

দু’দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ করার লক্ষ্যে বহু বছর ধরে এই মিষ্টি বিনিময় প্রথা চলছিল৷ ইদ, দীপাবলি ও স্বাধীনতা দিবসে কুচকাওয়াজের পর দু’দেশের সেনাবাহিনীর মধ্যে মিষ্টি বিনিময় হয়৷ সেনাবাহিনীর শীর্ষ কর্তারা তাঁদের সরকারি পোশাকে ওয়াঘার সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে মিষ্টি বিতরণ করেন৷ আবার পাক সেনাও ভারতে এসে সেনাবাহিনীকে মিষ্টি খাওয়াতো৷ কিন্তু গতবছর ওয়াঘায় মিষ্টি বিনিময়ের রীতিতে ইতি টেনেছিল ভারত৷ ২০১৫-য় পাক মিষ্টি গ্রহণ করেনি ভারত, পাকিস্তানকে মিষ্টি পৌঁছেও দেয়নি৷ গতবছরের জুলাই মাসে পাঞ্জাবে তিন পাক জঙ্গি অনুপ্রবেশ করে৷ জঙ্গিদের গুলিতে নিহত হন ১০ ভারতীয় নাগরিক৷ তারপর আগস্টের পাঁচ তারিখ উধমপুরে বিএসএফ কনভয়ে হামলা চালায় আরও দুই পাক জঙ্গি৷ সেই হামলায় শহিদ হন দু’জন সীমান্তরক্ষা বাহিনীর সদস্য৷ প্রতিবাদে ১৫ আগস্ট ওয়াঘা সীমান্তে পাকিস্তানের সঙ্গে মিষ্টি বিনিময় বন্ধ করে ভারত৷

Advertisement

এবছরও ভারত-পাক সম্পর্কের বরফ গলার কোনও লক্ষণ এখনও পর্যন্ত দেখা যায়নি৷ নতুন বছরের শুরুতেই পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় পাক জঙ্গিরা৷ ওই হামলায় অন্তত ৭ নিরাপত্তারক্ষী শহিদ হন, মারা যান আরও এক নাগরিক৷ এরই মধ্যে কাশ্মীরে হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই উপত্যকায় অশান্তির আগুনে ঘি ঢেলে চলেছে ইসলামাবাদ৷ যদিও মুখে সে কথা স্বীকার করেনি পাকিস্তান৷ শনিবার দিল্লিতে পাক হাই কমিশনার আব্দুল বসিত পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে মন্তব্য করেন, কাশ্মীরের মানুষের লড়াই বিফলে যাবে না৷ ইসলামাবাদে একই সুর শোনা গিয়েছে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের গলাতেও৷ এই পরিস্থিতিতে আগামীকাল ভারত পাক সেনার সঙ্গে সৌজন্যের খাতিরে মিষ্টি বিনিময় করে কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement