Advertisement
Advertisement

সুর নরম করে কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চাইল পাকিস্তান

ইসলামাবাদের তরফে পাঠানো প্রস্তাবে ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি৷

Pakistan Invites India For Talks On Kashmir
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 16, 2016 9:35 am
  • Updated:August 16, 2016 9:35 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কাশ্মীর ইস্যু নিয়ে ভারতকে আলোচনায় বসার আহ্বান জানাল পাকিস্তান৷ এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার৷ সে দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া সোমবার একটি বিবৃতিতে জানিয়েছেন, ইসলামাবাদে ভারতের হাই-কমিশনার গৌতম ভাম্বাওয়ালের হাতে বিদেশ সচিব একটি চিঠি তুলে দিয়েছেন৷ সেখানেই ভারতকে আলোচনায় বসার জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়েছে৷ চিঠিতে ভারতের বিদেশ সচিবকে কাশ্মীর নিয়ে আলোচনায় বসার জন্য আহ্বান জানানো হয়েছে৷
এদিন জাকারিয়া বলেন, কশ্মীর ইস্যুটি দুই দেশের পক্ষে ‘আন্তর্জাতিক দায়বদ্ধতার’৷ তাছাড়া, ভারত-পাক সম্পর্কের উন্নতিতে এখনই দুই দেশের আলোচনায় বসা দরকার৷
কূটনৈতিক মহলের ধারণা, সম্প্রতি কাশ্মীরের অশান্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দুই তরফে উষ্ণ বাক্য বিনিময়ে সম্পর্ক যেভাবে ক্রমাগত খারাপ হচ্ছে, তা থেকে বেরিয়ে আসতেই ইসলামাবাদ এই পদক্ষেপ করছে৷ তবে অন্য মহলের দাবি, নিয়ন্ত্রণ রেখায় অশান্তি বজায় রেখে এবং কাশ্মীরে হিংসায় প্ররোচনা দিয়েও আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে চাপে ফেলতেই আলোচনায় বসার কথা তারা বলছে৷
গত সপ্তাহেই ইসলামাবাদের পক্ষে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা চেয়ে দিল্লিকে বার্তা দেওয়া হয়েছিল৷ কিন্তু দিল্লি সেই প্রস্তাব সরাসরি বাতিল করে না দিলেও বলে দেয়, পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসা যেতেই পারে৷ তবে আলোচনার বিষয় হবে আন্তর্জাতিক সন্ত্রাস৷ কাশ্মীর নিয়ে কোনও আলোচনা পাকিস্তানের সঙ্গে হবে না৷
তার আগেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সংসদে দাঁড়িয়ে বলেন, ভারত একমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়েই পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে পারে৷ জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার কোনও প্রশ্নই ওঠে না৷
এদিকে, অশান্ত জম্মু ও কাশ্মীরে ত্রাণ পাঠাতে চেয়ে দিল্লিকে প্রস্তাব পাঠিয়েছিল ইসলামাবাদ৷ ভারত সেই প্রস্তাবও নাকচ করেছে৷ প্রস্তাবকে কটাক্ষ করে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ এদিন বলেন, ১২ আগস্ট ইসলামাবাদে ভারতের হাই কমিশনে বার্তা পাঠানো হয়৷ তাতে ভারতের জম্মু ও কাশ্মীরে সাহায্য পাঠানোর যে প্রস্তাব করা হয়েছে, তা অবাস্তব, এটুকুই বলতে পারি৷ ইসলামাবাদকে কটাক্ষ করে তিনি আরও বলেন, ভারত ও এই অঞ্চলের দেশগুলি পাকিস্তান থেকে অনেক রফতানিই পেয়েছে, যেগুলি ওদের ট্রেডমার্ক– আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সীমান্ত অনুপ্রবেশ, অস্ত্র, মাদক, জালনোট৷
তবে সোমবার ইসলামাবাদের তরফে পাঠানো প্রস্তাবে ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement