Advertisement
Advertisement

পাকিস্তানের ‘আজাদি এক্সপ্রেস’ সাজল বুরহানের ছবিতে

রহান আবেগকে সম্বল করে ভারতকে যে আরও বিপাকে ফেলতে চায় পাকিস্তান, তাদের এই পদক্ষেপেই তা স্পষ্ট৷

 Pakistan decorates 'Azadi Express' with  Burhan Wani's posters
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 9, 2016 3:34 pm
  • Updated:August 9, 2016 3:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুরহান আবেগকে কাজে লাগিয়েই ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছিল হিজবুল পান্ডা সালাউদ্দিন৷ কাশ্মীরে মৃত হিজবুল জঙ্গিকেই যে জাতীয় নায়ক বানাতে চায়, সে প্রমাণ আরও একবার রাখল পাকিস্তান৷ সে দেশের স্বাধীনতা দিবস উদযাপনে বিশেষ ট্রেন ‘আজাদি এক্সপ্রেস’ সেজে উঠল বুরহানের ছবিতে৷

উপত্যকায় হিজবুল জঙ্গির মৃত্যুর পর থেকেই কাশ্মীর নিয়ে সরব পাকিস্তান৷ আজাদ কাশ্মীরের ডাক তুলে এক শ্রেণির কাশ্মীরির কাছে নায়ক হয়েছিলেন বুরহান ওয়ানি৷ তার মৃত্যুর পর থেকেই তাই কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের উসকানি দিয়ে চলেছে পাকিস্তান৷ এমনকী বুরহানের প্রতি জনতার আবেগকে কাজে লাগিয়ে কাশ্মীরকে পাকিস্তান তৈরির কথাও শোনা গিয়েছে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মুখে৷ এরপরই সম্প্রতি করাচিতে এক সাংবাদিক সম্মেলনে হিজবুল প্রধান সালাউদ্দিন প্রশ্ন তোলে, কেন বুরহানের মৃত্যুর পর কাশ্মীরের জনতা পথে নেমেছিল? তার দাবি, কাশ্মীর সমস্যার সমাধানে জনতা যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে ফেলেছে৷ অস্ত্র জিহাদই এর একমাত্র সমাধান৷ আর তাই পাকিস্তান সহায়তা করলে, ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধও বাধতে পারে বলে জানানো হয়৷

Advertisement

বুরহানকে সামনে রেখেই আজাদ কাশ্মীরের দাবিকে যে আও জোরদার করতে চাইছে পাকিস্তান তার প্রমাণ আজাদ এক্সপ্রেস বুরহানের ছবিতে সাজিয়ে তোলা৷ বুরহান যে পাকিস্তানের জন্য শহিদ হয়েছে এ সহানুভূতি জাগিয়ে তোলাই মুখ্য উদ্দেশ্য৷ আর তাই দেশের স্বাধীনতার আবেগের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে বুরহানের প্রতি পাকিস্তানি জনতার অনুরাগ৷

আগামী ১১ আগস্ট উদ্বোধন হবে ট্রেনটির৷ তার আগেই ট্রেনের বাইরে ও সমস্ত কোচ সাজিয়ে তোলা হয়েছে বুরহানের ছবিতে৷ বুরহান আবেগকে সম্বল করে ভারতকে যে আরও বিপাকে ফেলতে চায় পাকিস্তান, তাদের এই পদক্ষেপেই তা স্পষ্ট৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement