Advertisement
Advertisement

স্বপ্নের ভাঙা-গড়ার এক অদ্ভূত গল্প ‘পহেল’

তিনি তাঁর স্বপ্নপূরণ আদৌ করতে পারবেন কি?

Pahal – the journey from darkness to hope
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 19, 2016 7:20 pm
  • Updated:August 19, 2016 7:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাহিত্য, শিক্ষা, নীতিমূলক ভাবনায় জড়িয়ে যাচ্ছে গোটা সমাজ৷ ধীরে ধীরে আসছে এই গঠনমূলক পরিবর্তন৷ সবাই ভাবছেন এবং ভাবা প্র্যাকটিস করছেন৷ ইতিহাসের গুরুত্ব আঁকড়ে বাঙালি এগোচ্ছে৷ কিন্তু এই এগিয়ে যাওয়ার মাঝেই কোথাও যেন সম্পর্কের, মানবিকতার সুতোগুলো ছিঁড়ে যাচ্ছে এক এক করে৷ কোথাও যেন সবকিছু পাওয়ার মধ্যে দিয়ে সবকিছুকেই হারিয়ে ফেলছি৷ বহু শব্দ খরচ করেও মনের মধ্যে চলতে থাকা ‘হুহু’ শব্দগুলো যেন কিছুতেই থামছে না৷ অতীতের গল্প বলতে গিয়ে কখন যেন হারিয়ে যাচ্ছে বর্তমান৷ হারিয়ে যাচ্ছে আজকের প্রজন্ম৷

এই বার্তাই রয়েছে সন্দীপ প্রতিহারের ছবি ‘পহেল’-এ৷ ইতিমধ্যে এই স্বল্প দৈর্ঘের ছবিটি বিদেশে সাফল্য অর্জন করেছে৷ পেয়েছে প্রশংসা৷ একজন ছবিওয়ালার ছবি তৈরির স্বপ্ন, স্বপ্ন ভাঙার গল্প এবং সবশেষে আবার স্বপ্ন দেখার আশা – সবমিলিয়ে ভাঙা-গড়ার এক অদ্ভুত সুন্দর গল্প ‘পহেল’৷

Advertisement

ছবির মুখ্যচরিত্র অভিরূপ মিত্র, একজন স্বাধীন পরিচালক৷ তিনি তাঁর স্বপ্নপূরণ আদৌ করতে পারবেন কি?

দেখুন সেই ছবিটি:

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement