সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে এখন প্রত্যেক দিন তৈরি করা হচ্ছে ৫ লক্ষেরও বেশি পিপিই কিট। সারা দেশের ১১০টি পিপিই (PPE) প্রস্তুতকারক সংস্থা এগুলি তৈরি করছে। শনিবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Harsh Vardhan)।
‘কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ বা সিএসআইআর-এর ৭৯তম প্রতিষ্ঠা দিবস ছিল শনিবার। সেই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘এখন দেশে ১১০টি পিপিই প্রস্তুতকারক সংস্থা আছে। তারা দৈনিক ৫ লক্ষেরও বেশি পিপিই তৈরি করছে। যে রাজ্যগুলি যথেষ্ট পরিমাণে পিপিই পাচ্ছে না বলে অভিযোগ করেছিল, তাদেরই এখন পিপিই পাঠানোর কথা বললে তারা বলছে পিপিই রাখার জায়গা নেই।’’
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, এখনও পর্যন্ত ভারতে প্রায় সাত কোটির বেশি মানুষের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। সুস্থতার হারও দ্রুত বাড়ছে। তিনি জানাচ্ছেন, ‘‘প্রাথমিক ভাবে সুস্থতার হার ছিল ৯-১২ শতাংশ। কিন্তু আজ সেই হার বেড়ে প্রায় ৮২ শতাংশ হয়েছে। মৃত্যুহারও কমতে কমতে ১.৬ শতাংশে এসে দাঁড়িয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘আমরা শুরু করেছিলাম একটা ল্যাব দিয়ে। তখন সবে কোভিড-১৯ সংক্রমণ দেশে শুরু হয়েছে। এখন আমাদের ১৮২৩টি ল্যাব রয়েছে। আমরা দৈনিক ১৩-১৫ লক্ষ টেস্ট করছি। সব মিলিয়ে সংখ্যাটা ৭ কোটি ছাড়িয়ে গিয়েছে। ভ্যাকসিন আনার ক্ষেত্রে এখন ট্রায়ালের প্রাথমিক পর্যায় চলছে।’’
উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮৮ হাজার ৬০০ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে হাজার তিনেক বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ লক্ষ ৯২ হাজার ৫৩৩ জন। আক্রান্তের সংখ্যার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সামান্য বেড়েছে দৈনিক মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১২৪ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৪ হাজার ৫০৩ জন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.