সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টমেটোর (Tometo) দাম ইতিমধ্যেই নাগালের বাইরে। বেশ কিছুদিন আগেই সেঞ্চুরি পেরিয়েছে ‘লাল সোনা’। যা নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। এমনকী কেন্দ্র সরকারকে আসরে নেমে দেশের একাধিক শহরে নিয়ন্ত্রিত দামে টমেটো বেচতেও হয়েছে। কিন্তু সেসব খানিকটা হলেও অতীত। টমেটোর তেজ এখন নিভু নিভু। কিন্তু এবার যে সবজিতে আগুন লাগার উপক্রম সেটা আরও বেশি চিন্তায় কেন্দ্র সরকার।
টমেটোর মতো দুর্মূল্য এখনও না হয়ে গেলেও দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে পিঁয়াজের দাম বাড়তে শুরু করেছে, তাতে সত্যিই সত্যিই পিঁয়াজ কাটতে গিয়ে চোখে জল আসার উপক্রম গৃহস্থের। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে ইতিমধ্যেই পিঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। বাংলার বিভিন্ন বাজারেও গত ১০দিনে খানিকটা চুপিচুপিই প্রায় ১০ টাকা কেজি বেড়ে গিয়েছে পিঁয়াজের (Onion) দাম। বিশেষজ্ঞদের আশঙ্কা, এখানেই থামবে না পিঁয়াজ। এই সেপ্টেম্বর মাসেই টমেটোর মতো সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে যেতে পারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীটি।
আসলে অক্টোবরে বাজারে নতুন পিঁয়াজ আসবে। তার আগে সেপ্টেম্বরে পিঁয়াজের দাম চরমে উঠতে পারে বলে আশঙ্কা করছেন কেন্দ্রের বিশেষজ্ঞরা। আর সেটা মাথাব্যাথা বাড়াচ্ছে মোদি সরকারের। আসলে টমেটোর থেকে অনেক জরুরি এই পিঁয়াজ। দৈনন্দিন মেনুতে টমেটোকে যদিও বা উপেক্ষা করা যায়, পিঁয়াজকে উপেক্ষা করার কোনও উপায় নেই। অতীতে এমন নজিরও আছে, যে স্রেফ পিঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে না পারায় সরকার বদলে যাওয়ার নজিরও রয়েছে। তাই মোদি সরকার যেন একটু বেশিই চিন্তিত।
ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে। গত সপ্তাহেই বিশেষ কয়েকটি জায়গায় সরকারের হাতে মজুত পিঁয়াজের স্টক বাজারে ছাড়া হয়েছে। পিঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে মোদি সরকার। এর ফলে পিঁয়াজের রপ্তানি কমবে। দেশের বাজারে জোগান বৃদ্ধি পাবে এবং বাজারের চাহিদা মেটানো সম্ভব হবে।
দামবৃদ্ধি নিয়ে বিজেপি (BJP) যে চাপে সেই ইঙ্গিতও মিলছে বিজেপি নেতাদের কথাবার্তায়। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী দাদা ভুসে যেমন বলছেন,”পিঁয়াজ যারা কিনতে পারছেন না, আগামী কয়েক মাস পিঁয়াজ খাবেন না। তাতে কিছু যায়-আসে না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.