Advertisement
Advertisement

Breaking News

এজেসি বোস উড়ালপুলে একমুখী যান চলাচল

পরমা উড়ালপুলের সঙ্গে এজেসি বোস রোড উড়ালপুলের সংযোগস্থাপন করা হবে৷

One way traffic on AJC Bose flyover
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 9, 2016 11:45 am
  • Updated:July 9, 2016 11:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরমা উড়ালপুলের সঙ্গে এজেসি বোস রোড উড়ালপুলের সংযোগস্থাপন করা হবে৷ আর সেই জন্যই শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত একমুখী গাড়ি চলাচল করবে এজেসি বোস উড়ালপুলে৷

গতকাল রাত ১০ টার পর থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত ডিএল খান রোডের দিক থেকে পার্ক সার্কাসের দিকে কোনও গাড়ি যাবে না৷ কিন্তু বেকবাগান র‍্যাম্প হয়ে মল্লিকবাজারের রাস্তা খোলা থাকবে বলে জানা গিয়েছে৷
শুক্রবার রাত থেকে এজেসি বোস উড়ালপুলে একদিক দিয়ে যান চলাচল শুরু হয়েছে৷ ডিসি (ট্রাফিক) ভি সলোমন নিশাকুমার বলেন, “পরমা উড়ালপুলের সংযুক্তির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement