Advertisement
Advertisement

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টি, শহরে গাছ পড়ে মৃত ১

দিঘা, মন্দারমণি, শঙ্করপুর বা তাজপুরের মতো সমুদ্র সৈকতে যাঁরা বেড়াতে গিয়েছেন তাঁদেরও সতর্ক করা হয়েছে৷

One dead, 6 injured as rain and storm hits Kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 17, 2016 9:07 pm
  • Updated:August 17, 2016 9:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সন্ধ্যায় প্রবল ঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ত হল শহরের জনজীবন৷ কলকাতা ও দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড়বৃষ্টিতে এদিন বিপর্যস্ত হয় স্বাভাবিক জনজীবন৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়ে মৃত এক, আহত ছয়৷ সূত্রের খবর, এদিন সন্ধ্যায় ১০ জনের একটি দল বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি জীর্ণ গাছের নিচে দাঁড়িয়েছিলেন৷ আচমকাই প্রবল শব্দে ভেঙে পড়ে গাছটি৷ এদিন প্রবল ঝড়ে শহরজুড়ে অন্তত ৩৪টি জায়গায় গাছ ভেঙে পড়েছে৷ প্রবল যানজট ভিআইপি রোড, এস এন ব্যানার্জি রোড ও শিয়ালদহে৷

ওভারহেড তারে গাছ ভেঙে পড়ে শিয়ালদহ-বারুইপুর শাখায় সাময়িক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷ খবর এসেছে, শিয়ালদহ মেন শাখাতেও ট্রেন চলাচল ব্যাহত৷ অফিস-ফেরত বহু মানুষ আটকে পড়েছেন স্টেশনে৷ কলকাতার উপর দিয়ে প্রায় ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় বয়ে গিয়েছে বলে বিশেষ সূত্রে খবর৷ রাজ্যের উপকূলবর্তী এলাকা বিশেষ করে সুন্দরবনের কিছু এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি হয়েছে৷ উপকূল এলাকায় মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে৷ দিঘা, মন্দারমণি, শঙ্করপুর বা তাজপুরের মতো সমুদ্র সৈকতে যাঁরা বেড়াতে গিয়েছেন তাঁদেরও সতর্ক করা হয়েছে৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement