Advertisement
Advertisement

মোদির কুশপুতুল পুড়িয়ে ফের শিরোনামে জেএনইউ

দেখুন সেই ভিডিও!

On Dussehra, NSUI burnt the effigy of Narendra Modi in JNU
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 13, 2016 8:44 pm
  • Updated:October 13, 2016 8:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত কাণ্ড ঘটিয়ে সংবাদের শিরোনামে থাকাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ানো হল জেএনইউ-তে। দশেরা উপলক্ষে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই মোদির কুশপুতুল পুড়িয়েছে বলে অভিযোগ। অনিল মিনা নামে এক পড়ুয়া ইন্টারনেটে সেই ঘটনার ভিডিও আপলোড করে এই অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, মোদিকে রাবণের সঙ্গে তুলনা করে তাঁর কুশপুতুলে আগুন ধরিয়ে দেয় একদল পড়ুয়া। সঙ্গে পোড়ানো হয় অমিত শাহ, বাবা রামদেব, প্রবীণ তোগাড়িয়ার কুশপুতুলও।

ইন্টারনেটে ওই ভিডিওটি ক্রমশ ভাইরাল হয়ে উঠছে। ভিডিও-য় কয়েকজন এনএসইউআই সদস্যকে বলতে শোনা গিয়েছে, “মোদির মাথাটা পুড়িয়ে শুরু করা হোক।” কেউ আবার বলছেন, “প্রথমে চেলাদের পোড়ানো হোক।” ভিডিওটি ঘিরে জেএনইউ-র বিরুদ্ধে ফের দেশদ্রোহিতার অভিযোগ উঠতে শুরু করে দিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আফজল গুরু ও কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী মকবুল ভাটের ফাঁসির সাজার বিরুদ্ধে প্রতিবাদ দেখিয়ে সরকারের বিরাগভাজন হন জেএনইউ-র কয়েকজন পড়ুয়া। তাঁদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ ওঠে।

Advertisement

দেখুন সেই ভিডিও:

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement