Advertisement
Advertisement

Breaking News

বিহারে কুয়ো থেকে উঠল জ্বালানি তেল, তাজ্জব অধিবাসীরা

মুখে মুখে এ খবর ছড়াতেই স্থানীয় অধিবাসীদের মধ্যে তা সংগ্রহ করার হিড়িক পড়ে যায়৷

Oil found in a well in Bihar's Gaya city
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 21, 2016 12:17 pm
  • Updated:August 21, 2016 12:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল নয়, কুয়ো থেকে উঠে আসছে পেট্রলের মতো জ্বালানি তেল৷ আর এ খবর চাউর হতেই লোকে লোকারণ্য বিহারের গয়া জেলার এক কুয়োয়৷

কুয়ো থেকে জ্বালানি তেল কী উঠে আসতে পারে! প্রকৃতির খেয়ালে অবশ্য নানারকম কাণ্ডকারখানা ঘটে৷ বিহারের এই গ্রামের কুয়োতেও সেরকমই কিছু ঘটেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ আর তাই জলের বদলে উঠে আসছে তেলের মতো পদার্থ৷ মুখে মুখে এ খবর ছড়াতেই স্থানীয় অধিবাসীদের মধ্যে তা সংগ্রহ করার হিড়িক পড়ে যায়৷ কাতারে কাতারে লোক জমা হয়ে পাত্রে সংগ্রহ করছেন এই তেল৷ সকলেরই আশা কোনও মূল্যবান পদার্থই হয়তো উঠে আসছে৷ হাসিমুখেই তা নিয়ে বাড়ি ফিরছেন তাঁরা৷

Advertisement

ইতিমধ্যেই এ কুয়োর কথা জানানো হয়েছে প্রশাসনকে৷ পুলিশ সূত্রে খবর, পেট্রোল জাতীয় একরকম জ্বালানি তেল উঠে আসছে কুয়ো থেকে৷ তবে অপরিশোধিত এ ধরনের তৈলাক্ত পদার্থ অধিবাসীদের পক্ষে ক্ষতিকরও হয়ে উঠতে পারে৷ আর তাই কুয়োটিকে সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কেন কুয়ো থেকে তেল উঠে এল, তা আদৌ কোনও কাজে লাগানো যায় কি না, তা খতিয়ে দেখতে একটি কমিটিও গঠন করা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement