Advertisement
Advertisement

বিশ্ব জুড়ে সংখ্যা বাড়ছে বাঘের

মাত্র ছ’মাসে বাঘের সংখ্যার বৃদ্ধির হার প্রায় ২২ শতাংশ৷

Number of Tigers are growing in the Wild
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 31, 2016 7:00 pm
  • Updated:July 31, 2016 7:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে বাড়ছে বাঘের সংখ্যা৷ সারা বিশ্বজুড়েই বাড়ছে এই সংখ্যা৷ ২০১৬ সালের প্রথমে সারা বিশ্বে বাঘের সংখ্যা ছিল ৩,২০০৷ বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩,৮৯০৷ মাত্র ছ’মাসে বাঘের সংখ্যার বৃদ্ধির হার প্রায় ২২ শতাংশ৷ এমনটাই জানা গিয়েছে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (WWF) ও গ্লোবাল টাইগার ফোরামের এক সমীক্ষায়৷

সমীক্ষায় বলা হয়েছে, গত ছয় মাসে ভারত, রাশিয়া, নেপাল ও ভুটানের বনভূমিতে বাঘেদের সংখ্যা বেশ ভালভাবেই বৃদ্ধি পেয়েছে৷ এখনও এই বৃদ্ধির হার উর্দ্ধমুখী৷ বাঘ সংরক্ষণ প্রকল্পের ক্ষেত্রে এই সংখ্যা বৃদ্ধি একটা বড় সাফল্য বলে মনে করছেন ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের ভাইস প্রেসিডেন্ট জিনেট হেমলে৷

Advertisement

এভাবেই বিভিন্ন দেশ বাঘেদের প্রতি যত্নশীল হলে ২০২২ নাগাদ এই সংখ্যাটা প্রায় দ্বিগুণ হয়ে যাবে বলে আশা তাঁর৷ তবে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে এখনও চোরাশিকারীদের কবলে পড়ে প্রাণ হারাচ্ছে বাঘেরা৷ কড়া হাতে স্থানীয় প্রশাসনকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে মনে করে ডব্লুডব্লুএফ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement