সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যে দেশ ছেড়েছেন ইমরান খানের (Imran Khan) স্ত্রী বুশরা বিবির (Nushra Bibi) বান্ধবী ফারাহ খান। এবার ইন্টারপোলের কাছে তাঁর বিরুদ্ধে ‘রেড নোটিস’ জারির আবেদন করল পাক সরকার। ইতিমধ্যে সরকারি তরফে ইন্টারপোলের কাছে ওই আবেদন জানানো হয়েছে। পাকিস্তানের (Pakistan) তদন্তকারী সংস্থা এফআইএ-র (FIA) দাবি, এর ফলে ফারাহকে প্রত্যর্পণে সুবিধা হবে।
পাক রাজনীতির এক টালমাটাল পরিস্থিতিতে দেশ ছেড়েছিলেন ফারাহ। সেটা ইমরানের গতি হারানোর মুহূর্ত। ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি শুরু হওয়ার আগেই সরকার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। তার পরেই ইমরানের প্রস্তাব অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন তিনি। এর পরেই দেশ ছেড়েছিলেন ইমরানের স্ত্রীর ঘনিষ্ঠ বান্ধবী। তাঁর দেশত্যাগের একটি ছবি ভাইরাল হয়েছিল। সেখানে তাঁকে এক বিলাসবহুল বিমানে খোশমেজাজে বসে থাকতে দেখা গিয়েছিল। তাঁর সঙ্গে একটি ব্যাগ ছিল, বিরোধীরা দাবি করেছিলেন সেটির মূল্য ৯০ হাজার মার্কিন ডলার!
ফেডারাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফে ইন্টারপোল ডিরেক্টরকে চিঠি দিয়ে বলা হয়েছে, অর্থ নয় ছয়ে অভিযুক্ত ফারাহ। তাঁর বিরুদ্ধে রেড নোটিস জারি করা হোক। ইন্টারপোল সূত্রে জানা গিয়েছে, রেড নোটিস আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয়। তবে প্রত্যর্পণ, আত্মসমর্পণ বা অনুরূপ আইনি পদক্ষেপের জন্য সুবিধাজনক। এর জোরে তদন্তের জন্য সাময়িকভাবে গ্রেপ্তার করা যেতে পারে অভিযুক্তকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.