Advertisement
Advertisement

নতুন সংসদ ভবনের নাম ‘পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া’, জানালেন প্রধানমন্ত্রী

পুরনো সংসদ ভবনের নাম হল 'সংবিধান সদন'।

Now Old Parliament building to be called 'Samvidhan Sadan' says PM Narendra Modi | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:September 19, 2023 1:03 pm
  • Updated:September 19, 2023 1:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণেশ চতুর্থীর মাহেন্দ্রক্ষণে দুপুর ১টা বেজে ১৫ মিনিট নাগাদ নতুন সংবিধান ভবনে আনুষ্ঠানিক প্রবেশ। তার আগে নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) জানালেন, নতুন সংসদ ভবনের নাম “পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া” (Parliament House of India)। অন্যদিকে পুরনো সংসদ ভবনের নামকরণ হয়েছে “সংবিধান সদন” (Sangbidhan Sadan)।

মঙ্গলবার সকালে পুরনো সংসদ ভবন ছাড়ার প্রাক্কলে সংসদ সদস্যরা শ্রদ্ধা জ্ঞাপন করেন ভারতীয় গণতন্ত্রের বহু ইতিহাসের সাক্ষী পুরনো সংসদ ভবনকে। নিজের ভাষণে প্রধানমন্ত্রী মোদি পুরনো সংসদ ভবনের “প্রতিটি ইট”-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বলেন, “আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে পুরনো সংসদ ভবন।” এর পরেই তিনি বলেন, সকলের অনুমতিতে পুরনো সংসদ ভবনের নাম হবে “সংবিধান সদন”, অন্যদিকে নতুন সংসদ ভবনের নাম “পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়া”।

[আরও পড়ুন: খলিস্তানি বিতর্ক: কানাডার সমালোচনায় মোদি সরকারের পাশে কংগ্রেস]

এদিন মোদি আরও বলেন, “আমি লালকেল্লায় ১৫ আগস্টের ভাষণে বলেছিলাম, এটাই সময়, সঠিক সময়। ভারত আবার নতুন চেতনায় জেগে উঠেছে। ভারত এক নতুন শক্তিতে ভরপুর। এই চেতনা ও শক্তি কোটি কোটি মানুষের স্বপ্নকে সংকল্পে পরিণত করতে পারে, সেই সংকল্পকে বাস্তবে রূপ দিতে পারে।” মোদি আরও বলেন, “ভারত খুব শিগগির তৃতীয় শক্তিশালী দেশ হয়ে উঠতে চলেছে। গোটা বিশ্ব জানে।”

[আরও পড়ুন: খলিস্তানিদের মদত কানাডার! কড়া পদক্ষেপ বিদেশমন্ত্রকের, শীর্ষ কূটনীতিককে ভারত ছাড়ার নির্দেশ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement