Advertisement
Advertisement

Breaking News

আপনি কতটা মদ্যপ, ফাঁস করবে ‘ট্যাটু’!

রক্তে অ্যালকোহলের মাত্রা ঠিক কতখানি৷ এবারে মিলবে জলজ্যান্ত প্রমাণ৷

Now a smart stick-on tattoo can monitor alcohol levels on human body
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 4, 2016 12:35 pm
  • Updated:August 4, 2016 1:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখজোড়া ঢুলু ঢুলু৷ জড়িয়ে যাচ্ছে কথা৷ আধ মিনিটও একভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই৷ অথচ জিজ্ঞেস করলেই ভাঙা ক্যাসেটের মতো একটাই গান বেজে চলেছে মুখ থেকে৷ “আমি মদ খাইনি স্যর! বিশ্বাস করুন!” কিন্তু আর নয়৷ এবার থেকে হাতেনাতেই ধরে ফেলা যাবে ডাহা মিথ্যে কথা৷ কারণ, জলজ্যান্ত প্রমাণ হিসাবে যে একেবারে মেপে বলে দেওয়া যাবে কারও রক্তে অ্যালকোহলের মাত্রা ঠিক কতখানি৷

সৌজন্যে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকদের তৈরি করা একটি সেন্সর৷ যা দেখতে ঠিক একটি ট্যাটুর মতো৷ মানব-চামড়ার অনাবৃত কোনও অংশে সেটি লাগিয়ে রাখতে হয়৷ সেন্সরটির সঙ্গে চুম্বকের সাহায্যে যুক্ত রয়েছে খুদে একটি ইলেকট্রনিক সার্কিট বোর্ড৷ যা মানব-চামড়ায় উৎপন্ন ঘাম পরীক্ষা করে এবং নির্ভুলভাবে জানিয়ে দেয়, রক্তে ঠিক কতটা পরিমাণে উপস্থিত রয়েছে অ্যালকোহল৷

Advertisement

শুধু তাই নয়, এই সংক্রান্ত তথ্য আবার ব্লু-টুথের মাধ্যমে সহজেই আদান-প্রদান করা যায় অন্য কারও ল্যাপটপ বা স্মার্টফোনে৷ সুতরাং ঘটনাস্থলে সশরীরে উপস্থিত না থেকেও কোনও ব্যক্তি ঠিক কতটা মদ্যপান করেছেন, তা সহজেই জানতে পারা সম্ভব৷

সান দিয়েগোয় অবস্থিত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকদের এই অভাবনীয় পরীক্ষা-নিরীক্ষার ফলাফল এসিসি সেন্সরস জার্নালে প্রকাশিত হয়েছে৷  অধ্যাপক জোসেফ ওয়াংয়ের দাবি, “মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলে প্রচুর দুর্ঘটনা ঘটে৷ এই প্রযুক্তি সেখানে ব্যবহার করলে এই হার অনেকাংশে রুখে দেওয়া সম্ভব হবে৷ কারণ, কেউ পানশালায় গিয়ে কতটা মদ্যপান করেছে, তা যদি আগে থেকেই তাঁর দূরের বন্ধু বা আত্মীয়স্বজনরা জানতে পারেন, তাহলে তাঁর সঙ্গে থাকা অন্যান্যদের জানিয়ে, সতর্ক করে দিতে পারবেন৷ সেক্ষেত্রে, ওই ব্যক্তিকে আর গাড়ি চালাতে দেওয়া হবে না৷”  সাধারণ মানুষ ছাড়াও কোনও পথ-দুর্ঘটনার ক্ষেত্রে তদন্তজনিত কাজে পুলিশ এবং চিকিৎকদেরও এই সেন্সরটি প্রয়োজন হবে বলে মনে করেন তিনি৷

1

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement