Advertisement
Advertisement

বুলন্দশহরে মা ও মেয়েকে গণধর্ষণ, আটক ১৫

এখনও পর্যন্ত এ ঘটনায় আটক করা হয়েছে ১৫ জনকে৷

Noida woman, minor daughter Dragged From Car, Raped by dacoits
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 31, 2016 1:37 pm
  • Updated:July 31, 2016 1:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্ভয়া কাণ্ডের কালো ছায়া যেন ফের নামল দেশে৷ এবার অকুস্থল উত্তরপ্রদেশের বুলন্দশহর৷ গাড়ি থেকে টেনে নামিয়ে মা ও মেয়েক ধর্ষণ করল দুষ্কৃতীরা৷ এখনও পর্যন্ত এ ঘটনায় আটক করা হয়েছে ১৫ জনকে৷

পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাতে নয়ডার বাসিন্দা ওই পরিবারের সদস্যরা দিল্লি-কানপুর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় বুলন্দশহর জেলার কাছে ঘটনাটি ঘটে৷ গাড়িতে ছিলেন পরিবারের ৬ সদস্যই৷ জানা যাচ্ছে, আচমকাই গাড়ির সামনে লোহার রড ছুঁড়ে তাঁদের থামতে বাধ্য করা হয়৷ এরপরই ছয়-সাতজন দুষ্কৃতী তাঁদের গাড়ি ঘেরাও করে৷ পুরুষদের বেঁধে রেখে টেনে হিঁচড়ে নামানো হয় মহিলা ও তাঁর কিশোরী কন্যাকে৷ পুরুষদের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখে মা ও মেয়েকে টেনে নিয়ে যাওয়া হয় গাড়ি থেকে বেশ খানিকটা দূরে৷ সেখানেই গণধর্ষণের শিকার হন তাঁরা৷ পরিবারের থেকে টাকা পয়সা, এটিএম কার্ড ইত্যাদিও ছিনতাই করে ডাকাতরা৷ প্রায় ঘণ্টা দুয়েক ধরে দুষ্কর্ম চালানোর পর ফিরে যায় দুষ্কৃতীরা৷

Advertisement

যে এলাকায় এ ঘটনা ঘটেছে তার ঠিক একশো মিটারের মধ্যেই রয়েছে একটি পুলিশ পোস্ট৷ পুলিশের নাকের ডগায় গণধর্ষণের মতো ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে৷ ইতিমধ্যেই এর জেরে এক শীর্ষপদের পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে৷ ঘটনার তদন্তে তৈরি করা হয়েছে বিশেষ টাস্ক ফোর্স৷ এছাড়াও বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ এখনও পর্যন্ত এ ঘটনায় ১৫ জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement