Advertisement
Advertisement

বিদ্যুতের দাম বাড়বে না, জানালেন শোভনদেব চট্টোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন মানুষের উপর বাড়তি বোঝা চাপানো হবে না৷

No Price Hike In Electricity Bill, Said Sovandeb Chattopadhyay
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 13, 2016 10:29 am
  • Updated:August 13, 2016 10:29 am  

স্টাফ রিপোর্টার: সাধারণ মানুষের স্বার্থেই বিদ্যুতের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই রাজ্য সরকারের৷ অন্তত একটি বিলে ৯০০ ইউনিট পর্যন্ত দামের কোনও বৃ‌দ্ধি ঘটছে না৷
শুক্রবার ভারত চেম্বার অফ কমার্সের একটি আলোচনায় বিদ্যুত্মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় একথা জানিয়ে বলেন, “ইলেকট্রিসিটি রেগুলেটরি অথরিটি আমাদের চাপ দিচ্ছে৷ বলছে দাম বাড়াও৷ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন মানুষের উপর বাড়তি বোঝা চাপানো হবে না৷”
পাশাপাশি মন্ত্রী বলেছেন, নিউক্লিয়ার এনার্জি নিয়ে অনেক কথা হচ্ছে৷ কিন্তু রাজ্য এ নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি৷ বরং সৌর বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তির উপর বাড়তি জোর দেওয়া হচ্ছে৷ আমাদের লক্ষ্য সরকারি প্রতিষ্ঠানগুলিতে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা৷ ১৪০০টি প্রাথমিক স্কুলের ছাদে সৌর প্যানেল বসানো হবে৷ ৪০০ স্কুলে কাজ শেষ হয়ে গিয়েছে৷ পাটশিল্প ক্ষেত্র থেকে প্রস্তাব এসেছে ছাদে প্রকল্প গড়ার জন্য৷ তাও ভাবা হচ্ছে৷
শুক্রবার ভারত চেম্বারের অনুষ্ঠানে সভাপতি রাকেশ শাহ বলেন, অচিরাচরিত শক্তি ভবিষ্যৎ৷ তাই রাজ্য কতটা উদ্যোগী তা জানতে চায় শিল্পমহল৷ মন্ত্রী বলেন, “২০২১-২২ সালের মধ্যে রাজ্যে ৫২০০ মেগাওয়াট অচিরাচরিত শক্তি উৎপাদনের লক্ষ্য রয়েছে৷ চলতি বছরে লক্ষ্য ১০০ মেগাওয়াট৷ কিন্তু এক্ষেত্রে বিদ্যুতের দাম কী হবে সেটা বড় ভাবনা৷ আমরা কেন্দ্র সরকারের কাছে ক্লিন এনার্জি খাতে টাকা পেতে দরবার করছি৷”
শোভনদেববাবু জানান, বিদ্যুৎ খাতে বছরে ৫০০ কোটি টাকা ভরতুকি দিতে হয়৷ তবুও সাধারণ মানুষের কথা ভেবে দাম বাড়ানো হবে না৷ নতুন সৌর বিদ্যুৎ নীতি তৈরি করা হচ্ছে৷ সেই নীতি চালু করলে দ্রুত কাজ এগোবে৷ বিদ্যুৎ চুরি রুখতে সচেতনতা বৃ‌দ্ধি করতে নামবে দফতর৷ বিভিন্ন ছবি, পোস্টার আঁকানো হচ্ছে এ জন্য৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement