Advertisement
Advertisement

Breaking News

Omar Abdullah

‘আর ভদ্রতা দেখাতে পারছি না’, বেহাল বিমান পরিষেবায় বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা

এক্স হ্যান্ডেলে রীতিমতো গাল পাড়লেন ওমর আবদুল্লা।

No mood to be polite, Omar Abdullah fumes as Delhi Flight diverted

রাত একটায় জয়পুর বিমানবন্দরে ওমর আবদুল্লা।

Published by: Amit Kumar Das
  • Posted:April 20, 2025 3:41 pm
  • Updated:April 20, 2025 4:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাওয়ার কথা ছিল দিল্লি। তবে আকাশে তিন-চারবার চরকিপাক খেয়ে বিমান গিয়ে নামল জয়পুরে। দেশের বিমান পরিষেবার এমন যাচ্ছেতাই অবস্থায় যারপরনাই ক্ষুব্ধ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এক্স হ্যান্ডেলে ছবি-সহ গোটা ঘটনার বর্ণনা দিয়ে রীতিমতো গাল পেড়ে তিনি লিখলেন, ‘আর ভদ্রতা দেখাতে পারছি না।’

শনিবার রাত একটা নাগাদ এক্স হ্যান্ডেলে ছবি-সহ একটি সেলফি পোস্ট করেন ওমর আবদুল্লা। যেখানে দেখা যাচ্ছে, রানওয়েতে ইন্ডিগো বিমানের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। একইসঙ্গে লিখেছেন, ‘দিল্লি বিমানবন্দরের চরম অব্যবস্থা (ক্ষমা করবেন, এর চেয়ে বেশি ভদ্রতা আমি আর দেখাতে পারছি না)। জম্মু থেকে বিমানে ওঠার পর তিন ঘণ্টা ধরে আকাশে পাক খেলাম। শেষ পর্যন্ত পথ বদলে জয়পুরে নামল আমার বিমান। এখন রাত ১টা। তাজা বাতাসে শ্বাস নিতে বিমান থেকে বেরিয়ে এলাম। আমি জানিনা এখান থেকে কখন বিমান ছাড়বে ও আমরা দিল্লিতে পৌঁছব।’ প্রায় তিন ঘণ্টা পর এক্স হ্যান্ডেলে আরও একটি পোস্ট করেন ওমর আবদুল্লা। সেখানে তিনি জানান, রাত তিনটের কিছু পরে অবশেষে দিল্লি পৌঁছেছেন তিনি।

Advertisement

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই হাওয়ার দিক পরিবর্তন ও ঝোড়ো হাওয়ার জেরে দিল্লি বিমানবন্দরে উড়ান ও অবতরণ সমস্যার মুখে পড়েছে। বাতিল হয়েছে বহু উড়ান। যার জেরে সমস্যার মুখে পড়েছেন যাত্রীরা। এই পরিস্থিতিতে ওমর আবদুল্লার এহেন বার্তার পর পালটা বিবৃতি দিয়েছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। যেখানে এই সমস্যার জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি ওমরের উদ্দেশে জানানো হয়েছে, বার বার হাওয়ার দিক পরিবর্তনের জেরেই এই সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যার জন্য গত ৮ এপ্রিল বিমানবন্দরের তরফে একটি বিজ্ঞপ্তিও যে প্রকাশ করা হয়েছিল সেটাও উল্লেখ করা হয়।

দিল্লি বিমানবন্দরের পাশাপাশি গোটা সমস্যার কথা উল্লেখ করে যাত্রীদের সমস্যার জন্য ক্ষমা চেয়ে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছে বিমান সংস্থা ইন্ডিগো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement