সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান৷ লোধা কমিটির সুপারিশ করা রিপোর্টের পক্ষেই রায় দিল সুপ্রিম কোর্ট৷ সোমবারের এই ঐতিহাসিক রায়ের পর যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কার্যকপালে আমূল পরিবর্তন আসবে, তা আর বলার অপেক্ষা রাখে না৷
শীর্ষ আদালতের রায় অনুযায়ী, এবার থেকে বিসিসিআই-এর কোনও পদে থাকতে পারবেন না কোনও মন্ত্রী৷ পাশাপাশি সত্তরোর্ধ্ব ব্যক্তির বোর্ডে ঠাঁই হবে না বলেও জানিয়ে দেওয়া হল৷ ফলে বড়সড় সমস্যায় পড়ল বোর্ড৷ কারণ রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর দায়িত্বে থাকা শরদ পাওয়ার(মুম্বই) বা এন শ্রীনিবাসনদের (তামিলনাড়ু) বয়স ৭০ ছাড়িয়ে গিয়েছে৷ সেই সঙ্গে প্রতি রাজ্য থেকে একটি ভোটের নিয়ম চালু করতে হবে৷ গুজরাট, মহারাষ্ট্র ক্রিকেট সংস্থাগুলোর একাধিক ভোটাধিকার রয়েছে৷
সুপ্রিম কোর্টের বিচারপতি টিএস ঠাকুর ও ইব্রাহিম কালিফুটল্লার বেঞ্চ এই রায়ের পর নির্দেশ দেয় আগামী ছ’মাসের মধ্যে নিয়ম কার্যকরী করতে হবে৷ লোধা কমিটির প্রধান বিচারপতি আর এম লোধা জানান, “ভারতীয় ক্রিকেটের জন্য এটি ঐতিহাসিক দিন৷ আশা করছি, সুপারিশ করা নিয়মগুলো যত তাড়াতাড়ি সম্ভব কার্যকরী করবে বিসিসিআই৷” সূত্রের খবর, প্রকাশ্যে কিছু না বললেও শীর্ষ আদালতের রায়ে খুশি নয় বিসিসিআই৷ বোর্ডের তরফের আইনজীবী আদালতে লোধা প্যানেলের রিপোর্টের বিরুদ্ধে একাধিকবার সওয়াল করেন৷ এই রায়ের বিরুদ্ধে ফের আবেদন জানাতে পারে বোর্ড৷ চলতি বছর সেপ্টেম্বরে বিসিসিআই-এর বার্ষিক সাধারণ বৈঠকে নতুন নিয়মগুলি নিয়ে আলোচনা করা হবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.