ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত ইসলাম প্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করছে কেন্দ্র৷ চ্যানেল ও অনলাইনে জাকির আজ পর্যন্ত যত বক্তব্য পেশ করেছেন, সেই সমস্ত বক্তব্য খতিয়ে দেখে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে৷ ঢাকায় জঙ্গি হামলার প্রেক্ষিতে সন্ত্রাসবাদ নিয়ে জাকিরের মন্তব্য খতিয়ে দেখতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও ইন্টেলিজেন্স ব্যুরো ৯টি টিম গঠন করেছে৷ স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, এই টিম জাকিরের গতিবিধির উপর নজর রাখবে৷
(গ্রেফতার হতে পারেন বিতর্কিত ইসলাম প্রচারক জাকির)
এদের মধ্যে চারটি টিম জাকিরের বক্তব্যের ফুটেজ ও সিডি খতিয়ে দেখবে৷ তিনটি টিম ইন্টারনেটে জাকিরের প্রচার ও বক্তব্য খতিয়ে দেখবে৷ সঙ্গে এতদিন ধরে জাকির ফেসবুকে যে পোস্ট করে এসেছেন, সেগুলিও খতিয়ে দেখবে কেন্দ্রীয় গোয়েন্দাদের বিশেষ দল৷ প্রাথমিক তদন্তের পর গোয়েন্দারা মনে করছেন, জাকিরের বেশ কিছু বক্তব্য প্ররোচনামূলক ও আপত্তিকর৷ তাঁর স্বেচ্ছাসেবি সংগঠনগুলির কার্যকলাপও বেশ সন্দেহজনক বলে মনে করছেন তদন্তকারীরা৷ জাকিরের এনজিও-র জন্য বিদেশ থেকে যে টাকা আসত, সেই টাকা ‘ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট’ মানেনি বলেও অভিযোগ উঠেছে৷ জাকিরের কল রেকর্ড, ই-মেল, বিজ্ঞাপনদাতা, বিদেশযাত্রা-সবই এখন এনআইএ-র গোয়েন্দাদের আতস কাচের নিচে৷
(হাফিজ সঈদের ঘনিষ্ঠ জাকির নায়েক, বন্ধ পিস টিভি)
গোয়েন্দা সূত্রে খবর, বিপদের ঘনিয়ে আসছে বুঝতে পেরে সৌদিতে গা ঢাকা দিয়েছেন জাকির৷ সৌদি রাজ পরিবারের আশ্রয়ে নিশ্চিন্তে বসে আইনি রক্ষাকবচ তৈরির ছক কষছেন জাকির নায়েক৷ চাপের মুখে আত্মপক্ষ সমর্থনে চেষ্টার কোনও ত্রুটি রাখেননি জাকির৷ সৌদি আরব থেকে ভিডিও বার্তায় তিনি বলেন, “ভারতের অনেক চ্যানেলেই আমার বক্তৃতার নির্দিষ্ট একটি ক্লিপিং দেখাচ্ছে৷ আসলে যা আমাকে বদনাম করার চেষ্টা৷ আমার বক্তব্যের একটা অংশ সেটা৷” বাংলাদেশি সংবাদপত্রের রিপোর্ট খারিজ করে তিনি জঙ্গি হামলার দায় অন্য ইসলাম প্রচারকদের উপর চাপিয়েছেন৷
(নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কেন দেখা যায় জাকির নায়েকের চ্যানেল?)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.