সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেনাল্টি থেকে জয়সূচক গোলটা করেই হাঁটু গেড়ে বসে পড়লেন নেইমার৷ ব্রাজিলের পোস্টার বয়ের তখন চোখে জল৷ ততক্ষণে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন ব্রাজিল অধিনায়ক৷ নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিয়ে ব্রাজিলকে প্রথম ওলিম্পিক সোনা এনে দিলেন বার্সেলোনা স্ট্রাইকার৷ নেইমারের দিকে ছুটে এসে তাঁকে জড়িয়ে ধরলেন সতীর্থরা৷
২০১৪ সালের 8 জুলাইয়ের সেই অভিশপ্ত রাতের কথা মনে পড়লেই শিউড়ে উঠতেন নেইমার, ডগলাস স্যান্টোসরা৷ সেবার বিশ্বকাপের শেষ চারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ৭ গোলের মালা পরিয়ে ছিল জার্মানি৷ অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে ছিল দল৷ শনিবার ঘরের মাটিতে ওলিম্পিকের মঞ্চে দ্বিতীয়বার এল সেই সুযোগ৷ যা কোনওভাবেই হাতছাড়া করতে চায়নি ব্রাজিল৷
বক্সের প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করে প্রথমার্ধেই দলকে এক গোলে এগিয়ে দেন নেইমার। তবে সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিও৷ গোল শোধ করেন অধিনায়ক ম্যাক্স মেয়ার৷ নির্ধারিত সময় পর্যন্ত খেলার স্কোর ১-১ থাকায় ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে৷ সেখানেও চলে হাড্ডাহাড্ডি লড়াই৷ কেউ কাউকে ছেড়ে কথা বলেনি৷ কিন্তু পেনাল্টি শুটআউটে পার্থক্য গড়ে দিলেন নেইমার৷ কোপা আমেরিকায় চিলির বিরুদ্ধে দ্বিতীয় সুযোগ পেয়েও দেশের জার্সি গায়ে মেসি যা করতে পারেননি, নেইমার সেটাই করে দেখালেন৷ মধুর প্রতিশোধ নিয়ে দলকে সোনা জেতালেন৷ সেই সঙ্গে মারাকানায় বড় টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে হারের অভিশাপও কাটল৷
সম্প্রতি নেইমারের ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন ফুটবল বিশেষজ্ঞরা৷ এদিন যেন সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন তিনি৷ পাঁচবার বিশ্বকাপ জিতলেও ওলিম্পিক সোনাটা অধরাই থেকে গিয়েছিল ব্রাজিলের৷ নেইমারের এই কৃতিত্বই তাঁকে সর্বকালের সেরাদের সারিতে এনে দাঁড় করাল৷ নয়া ইতিহাস গড়ে দেশবাসীকে একরাশ তাজা অক্সিজেন এনে দিলেন ব্রাজিলীয় সুপারস্টার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.