Advertisement
Advertisement

আড়াই যুগ পর ফের মহিলা প্রধানমন্ত্রী পাবে ব্রিটেন

প্রধানমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে টেরেসা মে৷

Next PM to be woman as Theresa May and Andrea Leadsom win MPs' vote
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 9, 2016 12:37 pm
  • Updated:July 9, 2016 12:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেরেসা মেরি মে৷ কিংবা আন্দ্রেয়া জ্যাকলিন লিডসাম৷ ডেভিড উইলিয়াম ডোনাল্ড ক্যামেরনের পর ১০, ডাউনিং স্ট্রিটে পা রাখতে চলেছেন এঁদেরই একজন৷ আড়াই যুগেরও বেশি সময় পর ফের মহিলা প্রধানমন্ত্রী পেতে চলেছে ব্রিটেন৷ মার্গারেট হিলডা থ্যাচারের পর এই নিয়ে দ্বিতীয় বার৷ তবে টেরেসা না আন্দ্রেয়া–শেষপর্যন্ত ক্যামেরনের ছেড়ে যাওয়া প্রধানমন্ত্রীর কুর্সিটি কার দখলে আসে, তা জানতে হবে ভোট৷ ফল জানা যাবে আগামী ৯ সেপ্টেম্বর৷

‘ব্রেক্সিট’ কাণ্ডের প্রেক্ষিতে গত মাসেই ডেভিড ক্যামেরন জানিয়েছিলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে তিনি আর থাকছেন না৷ এর পর তাঁর উত্তরসূরি খুঁজতে হয় ভোট৷ ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সাংসদের দ্বিতীয় ব্যালটে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে৷ ১৯৯টি ভোট পড়েছে তাঁর পক্ষে৷ দ্বিতীয় স্থানে রয়েছেন আন্দ্রেয়া লিডসাম৷ তিনি পেয়েছেন ৮৪টি ভোট৷ এই ভোট-পর্বে অংশ নিয়েছিলেন বিচার সচিব মাইকেল গোভও৷ কিন্তু মাত্র ৪৬টি ভোট পাওয়ায় প্রধানমন্ত্রীর পদ দখলের প্রতিযোগিতা থেকে সরতে কার্যত বাধ্য হতে হয়েছে তাঁকে৷ ভোটের এই ফল সামনে আসার পরই স্পষ্ট হয়ে গিয়েছে যে, পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী পদের চূড়ান্ত দুই প্রতিযোগী হলেন ৫৯ বছরের টেরেসা এবং ৫৩ বছরের লিডসাম৷ এবার, এঁদের মধ্য থেকে শেষ জয়ের হাসি কে হাসেন, তা জানতে ফের ভোট হবে৷ ব্রিটেনজুড়ে তৃণমূল স্তরের সমস্ত ‘কনজারভেটিভ’রাই তাতে অংশ নেবেন৷ ভোটের ফল জানা যাবে ৯ সেপ্টেম্বর৷ ততদিন শুধুই প্রতীক্ষা৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement