Advertisement
Advertisement

Breaking News

শিশুদের জন্য শহরে নতুন ৩০০ শয্যার হাসপাতাল

হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

new 300 bed hospital for children in the city
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 15, 2016 9:11 am
  • Updated:August 15, 2016 9:12 am  

স্টাফ রিপোর্টার: ষাট বছর পূর্তি উপলক্ষে ঢেলে সাজছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ৷ তৈরি হচ্ছে ৩০০ শয্যাবিশিষ্ট নতুন ঝাঁ চকচকে হাসপাতাল৷ পাশাপাশি তৈরি হচ্ছে একটি নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রও৷ রবিবার একথা জানিয়েছেন সংস্থার অধিকর্তা অপূর্ব ঘোষ৷ রবিবার ও আজ, সোমবার দু’দিন ধরে সংস্থার ষাট বছর পূর্তি অনুষ্ঠান চলছে৷ অধিকর্তা জানান, ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

নতুন হাসপাতালটিতে অত্যাধুনিক মানের ‘ইনটেনসিভ কেয়ার ইউনিট’ ও ‘নিওনেটাল কেয়ার’ তৈরি হবে৷ পুরনো হাসপাতালটিতে ২২০ টি শয্যা ছিল৷ তা বাড়ানো হচ্ছে৷ অপূর্ববাবুর কথায়, রাজ্যে প্রচুর সংখ্যক প্রশিক্ষিত নার্সের অভাব রয়েছে৷ সে কারণে একটি নতুন নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে৷

Advertisement

রবিবার অনুষ্ঠানের প্রথম দিনে শিশুস্বাস্থ্যের উপর তিনটি সেমিনার আয়োজন করা হয়েছিল৷ আলোচনার বিষয়বস্তুগুলি ছিল–‘পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার’, ‘নিওনেটাল ইনটেনসিভ কেয়ার’ ও ‘ভ্যাকসিন’৷ আজ, সোমবার আরও বেশ কিছু বিষয়ের উপর আলোচনাসভা আয়োজন করা হয়েছে৷ অনুষ্ঠানে অংশ নিয়েছেন জাতীয় মানের নামী চিকিৎসকরা৷ সেমিনারে এসেছেন স্নাতকোত্তরের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও প্র্যাকটিসরত চিকিৎসকরাও৷ অনুষ্ঠানে অংশ নিতে লাগছে না কোনও রেজিস্ট্রেশন ফি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement