সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহার৷ নাম শুনলেই মাথায় সবার আগে যে শব্দগুলো আসে তা হল পিছিয়ে পড়া রাজ্য, পরীক্ষা কেলেঙ্কারি, খুন, অপহরণ, ধর্ষণ৷ তবে অতীতের কোলে যতই কলঙ্ক থাক, ভবিষ্যতের চিত্রটা পাল্টাতে উঠে পড়ে লেগেছে বিহার সরকার৷ সব ঠিক থাকলে শুরুটা হচ্ছে পরিবহণ ক্ষেত্রে৷ শোনা যাচ্ছে, নাসা থেকে অত্যাধুনিক ‘স্কাই-ট্র্যান’ প্রযুক্তির আমদানি করা হচ্ছে৷ আকাশপথের এই পরিবহণ মাধ্যমে বিহারের যেকোনও জায়গা থেকে রাজধানীতে পৌঁছনো যাবে পাঁচ ঘণ্টারও কম সময়ে৷
প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই ‘স্কাই-ট্র্যান’-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার দায়িত্বপ্রাপ্ত কোম্পানি নাইটশেড গ্লোবাল ইনফ্রা প্রাইভেট লিমিটেডের সঙ্গে কথা বলেছেন বিহারের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মহেশ্বর হাজরা৷
কোম্পানির বিজনেস হেড রাজ গৌরব জানান, একটি ‘স্কাই-ট্র্যান’-এর ট্র্যাক তৈরি করতে খরচ পড়ে প্রতি কিলোমিটারে মাত্র ৯০ থেকে ১২০ কোটি টাকা৷ যেখানে মেট্রো কিংবা মনোরেলের ট্র্যাক তৈরি করতে প্রতি কিলোমিটারে খরচ হয় ২৫০ থেকে ৫০০ কোটি টাকা৷ একেকটি ‘স্কাই-ট্র্যান’-এ চার জন করে যাত্রী যেতে পারবে৷
মাটি থেকে ছয় মিটার উঁচুতে থাকবে এর বৈদ্যুতিক ট্র্যাকগুলি তাই যানজটেরও সমস্যা নেই৷ শহরের মধ্যে চলবে ১২০ থেকে ১৪০ কিলোমিটার প্রতিঘণ্টায়৷ দুই শহরের দূরত্ব অতিক্রম করতে দৌড়বে প্রতি ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে৷ যাত্রীরাই এখানে নিজের স্টেশন নির্বাচন করতে পারবেন৷ ‘স্কাই-ট্র্যান’-এ চড়ে নিজের স্টেশনের পাশের বোতামটি চেপে দিলেই সিস্টেমের জেনারেট হয়ে যাবে সেই নাম৷ সরাসরি সেই স্টেশনেই পৌঁছে দেবে এই আকাশযান৷
এই পুরো আয়োজনের জন্য বিদ্যুৎ অপচয় হবে মাত্র ১০Kv৷ তাও শুধুমাত্র চার্জ দেওয়ার জন্য৷ পাটনার মতো অপরিকল্পিত শহরে এই ধরণের পরিবহণ মাধ্যমই প্রয়োজন বলে মনে করেন আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মহেশ্বর হাজরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.