Advertisement
Advertisement

Breaking News

নরসিংহকে রিও-র ছাড়পত্র দিল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং

জাতীয় অ্যান্টি ডোপিং সংস্থা (নাডা) নরসিংকে সোমবারই ছাড়পত্র দিয়েছিল৷

Narsingh Yadav got clearance for Rio Olympics from United World Wrestling
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 3, 2016 3:36 pm
  • Updated:August 3, 2016 3:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কোনও বাধা রইল না৷ এবার তিনি সম্পূর্ণ মুক্ত৷ সমস্ত ষড়যন্ত্র, অভিযোগ, অনিশ্চয়তাকে দেশে ফেলে রেখে রিও পাড়ি দিতে চলেছেন নরসিংহ যাদব৷ বুধবার ভারতীয় কুস্তিগিরকে ওলিম্পিকে অংশ নেওয়ার জন্য সবুজ সংকেত দিল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (ইউডব্লিউডব্লিউ)৷

জাতীয় অ্যান্টি ডোপিং সংস্থা (নাডা) নরসিংহকে সোমবারই ছাড়পত্র দিয়েছিল৷ তবে তাঁর সমস্ত রিপোর্ট পুনরায় খতিয়ে দেখবে বলে মঙ্গলবার জানায় আন্তর্জাতিক অ্যান্টি ডোপিং সংস্থা (ওয়াডা)৷ তাদের সম্মতির অপেক্ষায় ছিলেন নরসিংহ৷ কিন্তু তার আগেই ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের তরফে জানিয়ে দেওয়া হল, ৭৪ কেজি বিভাগে ওলিম্পিকের রিংয়ে নামতে আর কোনও বাধা নেই তাঁর৷ ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ জানান, “নাডার ছাড়পত্র পাওয়া মাত্র আমরা ওয়ার্ল্ড বডিকে নরসিংহের কথা লিখিতভাবে জানাই৷ আজ তার ইতিবাচক সাড়া মিলল৷”

Advertisement

এত কিছুর পরও যদিও এখনই রিওর বিমানে চড়তে পারছেন না ২৬ বছরের ভারতীয় কুস্তিগির৷ কারণ ওয়াডা তাঁকে নিয়ে এখনও পর্যন্ত কোনও রিপোর্ট জমা দেয়নি৷ সংস্থা যদি নাডার রিপোর্টে কোনও অসঙ্গতি দেখে, সেক্ষেত্রে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে তাঁকে৷ রিংয়ে নামার আগে রিংয়ের বাইরে লাগাতার সমস্যায় পড়তে হচ্ছে নরসিংহকে৷ এর প্রভাব কি তাঁর পারফরম্যান্সেও পড়তে পারে? কুস্তিগির অবশ্য রিও যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী৷ বলে দিচ্ছেন, পদক নিয়েই দেশে ফিরবেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement