Advertisement
Advertisement

ওলিম্পিকের ডোপ টেস্টে ফেল ভারতীয় কুস্তিগির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও অলিম্পিকে ফের বড় ধাক্কা ভারতের৷ ডোপ টেস্ট পাশ করতে পারলেন না ভারতীয় কুস্তিগির নরসিং যাদব৷ বাতিল করা হল তাঁর অলিম্পিক অ্যাক্রিডিটেশন৷ নিষিদ্ধ স্টেরয়েড পাওয়া গিয়েছে ভারতীয় অ্যাথলিটের শরীরে৷ শনিবার এই কথা জানান ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সির ডিরেক্টর নবীন আগরওয়াল৷আরও পড়ুন:কোহলির পর শাস্তির মুখে কনস্টাসও! এমন কী করলেন তরুণ অজি ব্যাটার?ময়নাগুড়িতে পুলিশের […]

Narsingh Yadav Cries Foul After Failing Dope Test
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 24, 2016 3:37 pm
  • Updated:July 24, 2016 3:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও অলিম্পিকে ফের বড় ধাক্কা ভারতের৷ ডোপ টেস্ট পাশ করতে পারলেন না ভারতীয় কুস্তিগির নরসিং যাদব৷ বাতিল করা হল তাঁর অলিম্পিক অ্যাক্রিডিটেশন৷ নিষিদ্ধ স্টেরয়েড পাওয়া গিয়েছে ভারতীয় অ্যাথলিটের শরীরে৷ শনিবার এই কথা জানান ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সির ডিরেক্টর নবীন আগরওয়াল৷

জুলাই মাসের ৫ তারিখ থেকেই সোনপতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে টেস্ট চলছিল নরসিং-এর৷ প্রথমে ‘এ’ স্যাম্পেলের টেস্ট হয়৷ পরে হয় ‘বি’ স্যাম্পেলের পরীক্ষা৷ তাতেই নিষিদ্ধ স্টেরয়েড পাওয়া যায় বলে খবর৷

Advertisement

এদিকে নিজের উপরে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন নরসিং৷ ভারতীয় অ্যাথলিটের পাল্টা অভিযোগ, ষড়যন্ত্র চলছে তাঁর বিরুদ্ধে৷ সত্যিটা সবার সামনে আসবে বলেই বিশ্বাস তাঁর৷ এক বেসরকারি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই কথা বলেছেন তিনি৷ এই যুদ্ধে ভারতীয় অলিম্পিক সংগঠন তাঁর পাশে থাকবে বলেই আশা করছেন নরসিং৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement