Advertisement
Advertisement

রাখির শরীর জুড়ে এখন শুধুই মোদি

কাণ্ডকারখানা দেখে চোখ কপালে উঠল সকলের৷

Narendra Modi plastered all over Rakhi Sawant’s body
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 10, 2016 4:13 pm
  • Updated:August 10, 2016 4:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন এবং তা কোনও খবর তৈরি করবে না এমন কি হতে পারে? এবারও তাই করলেন রাখি সাওয়ান্ত৷ কিন্তু এবার নিজের বিতর্কে নাম জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও৷ তাঁর কাণ্ডকারখানা দেখে চোখ কপালে উঠল সকলের৷

সম্প্রতি রাখি মার্কিন মুলুকের শিকাগোয় প্রাক-স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন৷ সেখানেই এক অদ্ভুত পোশাকে আবির্ভাব হয় তাঁর৷ কালো রঙের একটি চামড়ার পোশাক পরে সেই অনুষ্ঠানে এসেছিলেন রাখি৷ আর সেই পোশাকেই বিভিন্ন স্থানে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি৷ জামাটির বুকের কাছে এবং পশ্চাতে প্রধানমন্ত্রীর ছবি খুব একটা যে দৃষ্টি নন্দন নয় তা স্বীকার করে নিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত বহু ব্যক্তি৷ শুধু তাই নয়, রাখির এই পোশাক যে প্রধানমন্ত্রীর সম্মানহানি ঘটিয়েছে তা নিয়েও সরব হয়েছেন অনেকেই৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement