Advertisement
Advertisement

Breaking News

সদর দফতরের ঠিকানা বদলে সময়োপযোগী হতে চায় বিজেপি

আজ নরেন্দ্র মোদি ও অমিত শাহ-র উপস্থিতিতে ভূমিপূজন হল৷

Narendra Modi lays foundation stone of new building of BJP hq in Delhi, along with party President Amit Shah
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 18, 2016 12:04 pm
  • Updated:August 18, 2016 12:04 pm  

নন্দিতা রায়: রাজধানী দিল্লিতে বিজেপির সদর দফতরের ঠিকানা বদল হতে চলেছে৷ বর্তমানের ১১ নম্বর অশোক রোড থেকে আগামী দু’বছরের মধ্যে সদর দফতর সরিয়ে আনা হবে দীনদয়াল উপাধ্যায় মার্গের প্লট নম্বর ৬এ-তে৷ দুই একর জমির উপর তৈরি হবে দলের নতুন ভবন৷ বৃহস্পতিবার রাখি পূর্ণিমায় সকাল আটটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-র উপস্থিতিতে সেই জমিতে ভূমিপূজন হল৷ সূত্রের খবর, ২০১৮ সালের মধ্যে এই ভবন নির্মাণের কাজ সমাপ্ত হয়ে যাবে৷ ওই বছরেই প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন ২৫ ডিসেম্বর নতুন সদর দফতরের উদ্বোধন হবে৷

নতুন ভবনে থাকবে তিনটি ব্লক৷ দু’টি ব্লক তিনতলা ও একটি ব্লক সাততলা হবে৷ থাকবে বিভিন্ন মাপের চারটি অডিটোরিয়াম৷ তাছাড়াও প্রত্যেকটি ব্লকে একটি করে কুড়ি আসন বিশিষ্ট সম্মেলন কক্ষও থাকবে৷ অত্যাধুনিক সুবিধাযুক্ত সম্মেলন কক্ষগুলিতে ভিডিও কনফারেন্সের সুবিধাও পাওয়া যাবে৷ একশো ঘর বিশিষ্ট নতুন দফতরে দলের লোকসভা ও রাজ্যসভার নেতাদেরও ঘর থাকবে৷ একসঙ্গে পাঁচশো গাড়ির পার্কিং এর ব্যবস্থা থাকবে দফতরের অন্দরে৷ নতুন দফতরের লাইব্রেরিতে পাঁচ হাজার বই এবং চার হাজার ই-বুকও রাখা হবে৷

Advertisement

বিজেপির নতুন দফতরটিকে পরিবেশবান্ধব হিসাবেই তৈরি করা হবে৷ দফতরের মধ্যেও যাতে সবুজের সমারোহ থাকে সেদিকে বিশেষ নজর দেওয়ার কথা ভাবা হচ্ছে৷ নতুন দফতরের ছাদে সোলার প্যানেল লাগানো হবে৷ অত্যাধুনিক সজ্জায় সজ্জিত হলেও দফতরের অন্দরসজ্জার ক্ষেত্রে ভারতীয় সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হবে৷ জানা গিয়েছে, নতুন দফতরের সাতটি ব্লকের মধ্যে একটি ব্লকে একটি কাচের দেওয়াল থাকবে৷ যে দেওয়ালটি রাতে ডিজিটাল দেওয়ালে পরিণত হবে এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে দলের প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ী ও বর্তমান সভাপতি শাহ ও আগের সভাপতিদের ছবি দেখতে পাওয়া যাবে৷ বর্তমান অশোক রোডের দফতরটি ১৯৮১ সালে বিজেপির জন্য বরাদ্দ করা হয়৷ দলের আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী ৯ নম্বর অশোক রোড ও ১১এ অশোক রোডও বর্তমান দফতরের সঙ্গে সংযুক্ত করে নেওয়া হয়৷ দলীয় সাংসদদের নামে এই বাংলো দুটিকে বরাদ্দ করে নিয়েই দফতরের আকার বাড়ানো হয়৷ কেন্দ্রীয় জাহাজমন্ত্রী নীতিন গড়করি যখন বিজেপির সভাপতি ছিলেন সেই সময়ে অশোক রোডের দফতরকে ঢেলে সাজিয়েছিলেন৷ নতুন ভবন নির্মাণের পাশাপাশি অত্যাধুনিক অডিটোরিয়ামও তৈরি করা হয়েছিল সেই সময়েই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement