Advertisement
Advertisement

নারদ কাণ্ডে ইকবালকে তলব লালবাজারের

নারদ-কাণ্ডে এই প্রথম কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে ডেকে পাঠাল কলকাতা পুলিশ৷

Narada Scam: Iqbal Ahmed is summoned by Lalbazar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2016 11:05 am
  • Updated:July 19, 2016 11:05 am  

স্টাফ রিপোর্টার: নারদ-কাণ্ডের তদন্তে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও বিধায়ক ইকবাল আহমেদকে তলব করল লালবাজার৷ সোমবার গোয়েন্দাপ্রধান বিশাল গর্গ জানান, মঙ্গলবার বিকেল পাঁচটায় ইকবাল আহমেদকে লালবাজারে আসতে বলা হয়েছে৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে৷ এর আগে পরপর দু’দিন পুলিশকর্তা এসএমএইচ মির্জাকে লালবাজারে ডেকে পাঠিয়ে তাঁর বক্তব্য রেকর্ড করা হয়৷ মির্জার পর এবার ইকবাল আহমেদের বক্তব্য রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে৷ নারদ-কাণ্ডে এই প্রথম কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে ডেকে পাঠাল কলকাতা পুলিশ৷
জানা গিয়েছে, তাঁকে নোটিস দেওয়া হয়৷ এর পরই তিনি পুলিশ আধিকারিকদের জানান তিনি মঙ্গলবার আসছেন৷ ইকবাল কলকাতা পুরসভার ৬৪ নম্বরের কাউন্সিলর৷ তিনি খানাকুল বিধানসভার বিধায়কও৷ নারদ-কাণ্ডের ফুটেজে দেখা গিয়েছিল ইকবালের ছবি৷ তাঁর সঙ্গে নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের কী কী কথা হয়েছিল, কোথায় দেখা হয়েছিল-সহ বিভিন্ন বক্তব্য রেকর্ড করবেন ‘সিট’-এর আধিকারিকরা৷
এদিকে, দু’বার মেল পাঠিয়ে ডাকার পরেও ম্যাথু স্যামুয়েল লালবাজারে আসেননি৷ লালবাজারের একটি সূত্র জানিয়েছে, এবার ম্যাথুকে আইনি নোটিস পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে৷ খুব অল্প সময়ের মধ্যেই এই সমন পাঠানো হবে ম্যাথুকে৷ এতেও তিনি সাড়া না দিলে আদালতেও যাওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement