Advertisement
Advertisement

Breaking News

প্রেমিকার স্বামীর হাত থেকে বাঁচতে কী করলেন প্রেমিক?

সবে প্রেম পাত্রে ভালবাসার সুধা অর্পণ করিতে যাচ্ছিলেন শ্রীমান প্রেমিক৷ হঠাৎ দরজায় পড়ল টোকা৷

Naked man clings to AC from eighth floor after lover's hubby arrives unexpectedly

ছবি: প্রতীকী।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 3, 2016 6:06 pm
  • Updated:July 3, 2016 8:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “ওগো কে যায় বাঁশরি বাজায়ে, আমার ঘরে কেহ নাই যে৷ “ বিবাহিত প্রেমিকার এই ডাকে সাড়া দিতে গিয়েই বাধল যত বিপত্তি৷ সবে প্রেম পাত্রে ভালবাসার সুধা অর্পণ করিতে যাচ্ছিলেন শ্রীমান প্রেমিক৷ হঠাৎ দরজায় পড়ল টোকা৷ জিজ্ঞেস করায় জানা গেল ঝটিকা সফরে এসেছে প্রেমিকার স্বামী৷

পরকীয়া তখন মাথায় ওঠার জোগার৷ বাঁচার পথ খুঁজতে মরিয়া প্রেমিক যুগল৷ প্রেমিকার তো না হয় নিজের বাড়ি, কিন্তু প্রেমিক যায় কোথায়? এদিকে প্রেমিকার স্বামী ঘরে ঢুকে পড়ল বলে৷ অগত্যা বস্ত্রহীন অবস্থায় আটতলার উপরে ঝুলন্ত এসিতে আশ্রয় নিতে হল বস্ত্রহীন প্রেমিককে৷ সারা চিন দেখল সেই দৃশ্য৷ ভাইরাল হল ভিডিও৷

Advertisement

তবে প্রেমিকার স্বামী, স্ত্রীয়ের এই পরকীয়ার কথা জানতে পারল কি না৷ সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি৷ আর কীভাবেই বা প্রেমিক উদ্ধার হলেন, তাও ধোঁয়াশার মধ্যেই রয়ে গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement