সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের বিতর্কিত ইসলাম প্রচারক ও টিভি ব্যক্তিত্ব জাকির নায়েকের প্রশংসা করে বিপাকে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং৷ বৃহস্পতিবার থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ ভিডিওয় দেখা যাচ্ছে জাকিরের ভূয়সী প্রশংসা করছেন দিগ্বিজয় সিং৷ ভিডিওটি অবশ্য ২০১২ সালের বলে সংবাদসংস্থা সূত্রে খবর৷ পিস টিভিতে সম্প্রচারিত সেই ভিডিওয় জাকিরকে ‘শান্তির দূত’ বলে মন্তব্য করেন বিতর্কিত এই কংগ্রেস নেতা৷ তাঁর মন্তব্যের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠছে দেখে আজ টুইট করে সমস্ত বিতর্ক ঝেড়ে ফেলতে চেয়েছেন দিগ্বিজয় সিং৷ এদিন তাঁর টুইট, “ভারত বা বাংলাদেশ সরকার জাকিরের বিরুদ্ধে আইএস-আঁতাঁতের প্রমাণ পেলে অবশ্যই উপযুক্ত পদক্ষেপ করবে৷”
The conference was for Communal Harmony and against Terrorism. Also to explain that Islam is against Innocents being killed.
— digvijaya singh (@digvijaya_28) 7 July 2016
If GOI or the Govt of Bangladesh has any evidence against Zakir Naik’s involvement with ISIS they should take action against him.
— digvijaya singh (@digvijaya_28) 7 July 2016
বিতর্ক অবশ্য দ্বিগ্বিজয় সিংয়ের নিত্যসঙ্গী৷ ওসামা বিন লাদেনকে ‘ওসামাজি’ ও মুম্বই হামলার মূল ষড়যন্ত্রী হাফিজ সৈয়দকে ‘সাহেব’ বলে মন্তব্য করে আগেও সমালোচনার মুখে পড়েছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা৷ ঢাকায় সন্ত্রাসবাদী হামলার ঘটনার পরই নায়েকের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে৷ অভিযোগ, নিজের বক্তৃতায় সরাসরি সন্ত্রাসবাদী কাজকর্মে মদত দেন তিনি৷
(বিতর্কিত ধর্মগুরু জাকিরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্র)
আরও নির্দিষ্ট করে বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার দাবি করে, পাঁচ সন্ত্রাসবাদীর মধ্যে অন্যতম রোহন ইমতিয়াজ গত বছর নায়েকের কথা উদ্ধৃত করে ফেসবুকে একটি পোস্ট করে৷ সম্প্রতি পিস টিভি নামে ইসলাম ধর্মকথা প্রচারকারী একটি আন্তর্জাতিক চ্যানেলে বক্তৃতা করার সময় জাকির নায়েক আবেদন করেন, সব মুসলিমেরই উচিত সন্ত্রাসবাদী হয়ে ওঠা৷ এই মন্তব্যের পরেই জাকির নায়েকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ আজ সেই বিতর্কেই নাম জড়িয়ে গেল কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের৷ এই ঘটনায় স্পষ্টতই অস্বস্তি ঢাকতে পারছে না কংগ্রেসও৷
দেখুন বিতর্কিত সেই ভিডিও-
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.