Advertisement
Advertisement

Breaking News

স্বামীই দায়ী এই মহিলার বেশ্যাবৃত্তির জন্য!

নেট দুনিয়ায় ভাইরাল মন্দ মেয়ের এই উপাখ্যানের ভিডিও৷

My Husband made me a Prostitute
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 17, 2016 8:37 pm
  • Updated:August 17, 2016 8:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ছিল তাঁর৷ স্বামী-সংসার, একটা মেয়ে জীবনে যা যা চাইতে পারে৷ কোনওদিন স্বপ্নেও কল্পনা করতে পারেননি, একদিন বেশ্যাবৃত্তিই হয়ে উঠবে তাঁর ভবিতব্য৷ আর এর প্রধান কারণ হবে, তাঁর স্বামীই৷

জীবন আমাদের থেকে অনেক মূল্যই নেয় বেঁচে থাকার জন্য৷ আর আপনি যদি ভেবে থাকেন এই মূল্য শুধু আপনাকেই দিতে হয়েছে৷ তাহলে ভুল করবেন৷ একবার এই মন্দ মেয়ের উপাখ্যানটি দেখুন৷ যা ইউটিউবের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কুড়ি লক্ষেরও বেশি মানুষের মনে দাগ কেটে গিয়েছে৷

Advertisement

হ্যাঁ, শিক্ষা তাঁর কম ছিল না৷ কোনও বেসরকারি সংস্থায় একটা চাকরি জুটিয়ে নিতেই পারতেন৷ কিন্তু, সবচেয়ে বড় শিক্ষা তাঁকে জীবন দিয়েছে৷ তাই প্রতিদিন নতুন করে বাঁচেন৷ এই আশায় একদিন ভালবাসার মানুষটা জীবন ফিরে পাবে৷ নাম? থাক সেটা না হয় অজানাই থেকে গেল!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement