Advertisement
Advertisement

Breaking News

মানবিকতার খাতিরে হিন্দুমতে বন্ধুর সৎকার করলেন রেজ্জাক

বন্ধুত্বের কথা মাথায় রেখে, মুসলমান রেজ্জাক হিন্দু মতে প্রাণের বন্ধুর সৎকার করলেন৷

Muslim man breaks religious code, perform last rites of Hindu friend
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 12, 2016 3:41 pm
  • Updated:August 12, 2016 3:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন ধর্ম দেশের মানুষের মধ্যে অসহিষ্ণুতার ক্রনিক অসুখ বয়ে নিয়ে বেড়াচ্ছে, অন্যদিকে মানবধর্ম বারংবার প্রমাণ করে দিচ্ছে, ‘সবার উপর মানুষ সত্য’৷ সকল ধর্মীয় বিভেদের ঊর্দ্ধে গিয়ে বন্ধুত্বকেই বেছে নেওয়া ইসলাম ধর্মাবলম্বী রেজ্জাক খান টিকারি যেন মানবধর্মেরই উজ্জ্বল মুখ৷ বন্ধুত্বের কথা মাথায় রেখে, মুসলমান রেজ্জাক হিন্দু মতে প্রাণের বন্ধুর সৎকার করলেন৷

বৈতুলের বাসিন্দা সন্তোষ সিং দীর্ঘদিন ধরেই কঠিন অসুখে ভুগছিলেন৷ অবশেষে জীবনযুদ্ধে হেরে যান সন্তোষ৷ সন্তোষের পরিবারের বাকি সদস্য বলতে ছিলেন তাঁর স্ত্রী এবং আট বছরের ছোট্ট মেয়েটি৷ সন্তোষের এমন চলে যাওয়া মেনে নিতে পারছিলেন না তাঁর স্ত্রী৷ গোটা ব্যাপারটা সামাল দেওয়ার ক্ষমতা ছিল না তাঁর৷ তাই পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন রেজ্জাক৷ ধর্মের কথা না ভেবেই বন্ধুর সৎকার করেন৷ হিন্দু মত অনুযায়ী সকল কাজ সম্পন্ন করেন৷ সংবাদ মাধ্যমকে জানান, বন্ধুত্বের মাঝে কখনও ধর্ম আনেননি৷ আর তাই বন্ধুর শেষ সময়েও ধর্মকে প্রাধান্য দিতে চান না৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement