Advertisement
Advertisement

জঙ্গি না মানববোমা? মুসলিম দম্পতিকে নামিয়ে দিল বিমান

তাঁদের বিরু‌দ্ধে দুর্ব্যবহার নিয়ে সরব হয়েছে অনেক মুসলিম সংগঠন৷

Muslim couple removed from Delta flight
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 6, 2016 10:27 am
  • Updated:August 6, 2016 10:27 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছদ্মবেশী জঙ্গি বা মানববোমা সন্দেহে পাক বংশোদ্ভূত মার্কিন দম্পতিকে বিমান থেকে নামিয়ে দেওয়া হল৷ ঘটনাটি ঘটেছে ২৬ জুলাই৷ এই দম্পতি পরে ডেল্টা এয়ারলাইন্স বিমানসংস্থার বিরু‌দ্ধে অভিযোগ জানিয়েছেন কাউন্সিল অফ আমেরিকান রিলেশনস-এ (সিএআইআর)৷ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মার্কিন মুসলিমদের মধ্যে৷ তার পরই ঘটনাটি সংবাদমাধ্যমে প্রকাশ পায়৷
পাক বংশোদ্ভূত মার্কিন দম্পতি ফয়জল আলি ও তাঁর স্ত্রী নাজিয়া আমেরিকার সিনসিনাটিতে থাকেন৷ দশম বিবাহবার্ষিকী উপলক্ষে স্ত্রীর আবদার মেনে তিনি প্যারিসে গিয়েছিলেন ছুটি কাটাতে৷ প্যারিসের মধুর স্মৃতি নিয়ে তাঁরা নির্ধারিত দিনে চেপে বসেন ওহিও-র সিনসিনাটিগামী উড়ানে৷ বিমানে ওঠার পরই গোলমালের সূত্রপাত৷
নাজিয়ার পরনে ছিল বোরখা ও হিজাব৷ লম্বা দাড়িওয়ালা ফেজ টুপি পরা ফয়জলের গায়ে ছিল জোব্বা৷ প্রথম থেকেই এই মুসলিম দম্পতিকে সন্দেহের চোখে দেখছিলেন এক এয়ারহোস্টেস ও এক কেবিন ক্রু৷ তাঁরা লক্ষ্য করেন, মোটাসোটা চেহারার ফয়জল বিমানের আরামদায়ক পরিবেশের মধ্যেও ঘামছেন৷ আর নাজিয়া টানা মোবাইলে কাউকে মেসেজ করে যাচ্ছেন৷ আর মাঝে মাঝেই দু’জনে ‘ইনশাল্লা, ইনশাল্লা’ বলে উঠছেন৷
তাঁদের কথার মাঝে ‘আল্লা’ শব্দটি বার বার উচ্চারিত হওয়ায় সন্দেহ হয় দুই বিমানকর্মীর৷ তাঁরা পাইলট ও সহকারী পাইলটকে সব জানান৷ সবার সন্দেহ হয়, এঁরা দুজনেই হয় জঙ্গি বা মানববোমা৷ বিমান চালক এই দম্পতিকে নিয়ে বিমান টেক-অফ করাতে অস্বীকার করেন৷ গ্রাউন্ড স্টাফদের ডেকে দম্পতিকে নেমে আসতে বাধ্য করা হয়৷ টানা পুলিশি জেরায় সন্দেহজনক কিছু না মেলায় তাঁদের পরের বিমানে প্যারিস থেকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়৷ দেশে ফিরে ফয়জল ও নাজিয়া মানহানি ও ক্ষতিপূরণের মামলা দায়ের করেছেন ডেল্টা এয়ারলাইন্সের বিরু‌দ্ধে৷ তাঁদের বিরু‌দ্ধে দুর্ব্যবহার নিয়ে সরব হয়েছে অনেক মুসলিম সংগঠন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement