সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেল পালানো ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা৷ গুজরাটের আহমেদাবাদের সবরমতী সংশোধনাগারে খুনের অভিযোগে বন্দি ছিল ২০ বছরের প্রবীণ ধবল ওরফে ভোলো৷ পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিল বন্ধুর বাড়িতে৷ সেখান থেকেই তাঁকে বুঝিয়ে জেলে ফেরত নিয়ে আসেন মা আশাবেন৷
জুন মাসের ১১ তারিখ প্রতিবেশীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় প্রবীন ও তার গোটা পরিবারকে৷ ২২ জুলাই জামিনে মুক্ত হয়ে যান আশাবেন ও তাঁর কন্যা৷ ২৪ তারিখই প্রবীন এই কাণ্ড করে বসে৷ জেলের ৪০ ফুট দেওয়াল ও ৪ ফুট ইলেক্ট্রিকের কাঁটাতার পেরিয়ে পালিয়ে যান৷ পালিয়ে সবার আগে নিজের স্ত্রীয়ের সঙ্গে দেখা করে ২০ বছরের যুবক৷ তারপর গা ঢাকা দেয় কালোল শহরে এক বন্ধুর বাড়িতে৷
কয়েকদিন বাদে ফোন করে মাকে৷ সময় নষ্ট না করে পুলিশকে খবর দেন আশাবেন৷ পুলিশের সঙ্গেই যান কালোলে৷ ছেলেকে বুঝিয়ে ফেরত নিয়ে আসেন জেলে৷ দেশের বিচার ব্যবস্থার উপর আস্থা রয়েছে আশাবেনের৷ তাই আইনের পথে চলেই জয় পেতে চান৷ ছেলেকেও সেই শিক্ষাই দিয়েছেন গুজরাটের প্রৌঢ়া৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.