Advertisement
Advertisement

Breaking News

মোনালিসা ও শিবের মধ্যে রয়েছে অদ্ভুত যোগসূত্র!

কী এই গোল্ডেন রেশিও? ধরুন, একটি লাইনকে একটি বড় (এ) ও একটি ছোট (বি) ভাগে ভাগ করা হল৷ 'এ' এবং 'বি'-এর যোগফল যদি 'বি' দিয়ে ভাগ করা সম্ভব হয়, তবে বোঝা যাবে সেটি গোল্ডেন রেশিও মেনে তৈরি৷

Mumbai physicists uncover link between Lord Shiva, Mona Lisa
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 10, 2016 2:05 pm
  • Updated:July 10, 2016 2:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু দেবতা শিবের সঙ্গে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত মোনালিসার ছবির একটি সূক্ষ্ম যোগ রয়েছে৷ বিস্ময়কর সেই যোগসূত্র খুঁজে বের করেছেন মুম্বইয়ের দুই পদার্থবিদ৷ হোমি ভাবা সেন্টার অফ সায়েন্স এডুকেশনের দুই পদার্থবিদ বিজয় সিং ও প্রবীন পাঠক বিষয়টি নিয়ে গবেষণা করেছেন৷ ইউরোপের পদার্থ বিজ্ঞানের জার্নালে তাঁদের এই গবেষণার কথা প্রকাশ পেয়েছে৷ মোনালিসার ছবির সঙ্গে কোন যোগসূত্র খুঁজে বের করলেন তাঁরা?

Da-Vinci-Vitruvian-Man-Golden-Ratio-Divine-Proportion

Advertisement

বিহারের ভোজপুরে একটি হাতে আঁকা শিবের ছবি পরীক্ষা করে দেখেন বিজয় ও প্রবীন৷ গবেষণা করে দেখা যায়, ছবিতে শিবের মাথায় যে একফালি চাঁদ রয়েছে, তার মাপ গোল্ডেন রেশিওর সঙ্গে মিলে যায়৷ বিষয়টি একেবারেই কাকতালীয় নয়৷ কারণ যতবারই ছবির ওই চাঁদটির মাপ নেওয়া হয়েছে, দেখা গিয়েছে তা ১.৬১৮ অর্থাৎ গোল্ডেন রেশিওর কাছে এসেই ঠেকছে৷ অদ্ভুতভাবে সেই একই রেশিও মেনে মোনালিসার মুখ ও ভিট্রুভিয়ান ম্যানের ছবি এঁকেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি৷

02-ml-ps-emlgoldenspiral-03-940x1234-228x300

কী এই গোল্ডেন রেশিও? ধরুন, একটি লাইনকে একটি বড় (এ) ও একটি ছোট (বি) ভাগে ভাগ করা হল৷ ‘এ’ এবং ‘বি’-এর যোগফল যদি ‘বি’ দিয়ে ভাগ করা সম্ভব হয়, তবে বোঝা যাবে সেটি গোল্ডেন রেশিও মেনে তৈরি৷ গোল্ডেন রেশিওর মাপ ধরা হয় ১.৬১৮৷ এই মাপটি সাধারণত গাণিতিক চিহ্ন ‘পাই’-এর মাধ্যমে বোঝানো হয়৷ অর্থাৎ মোনালিসার ছবি থেকে যদি শুধু নাকের একটা অংশ কেটে নেওয়া হয়, তবে দেখা যাবে তার মাপ সম্পূর্ণ ছবির মাপের সঙ্গে বিভাজন করা যাচ্ছে৷ মোনালিসা ও ভিট্রুভিয়ান ম্যানের ছবিটি গোল্ডেন রেশিও মেনে অত্যন্ত নিপুন হাতে তৈরি৷ সেই রেশিওতেই শোভা পাচ্ছে শিবের মাথার চাঁদ৷

ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এই গোল্ডেন রেশিও বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ বিষয়৷ একটি অন্তর্বাস প্রস্তুতকারক সংস্থা মডেল-অভিনেত্রী স্কারলেট জোহানসনের শরীরকে গোল্ডেন রেশিওর সঙ্গে তুলনা করেছে৷

উপরের শিবের ছবিটি প্রতীকী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement