Advertisement
Advertisement

শিশুকে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেরার বাবা!

এর কিছুক্ষণ পরই কাদির ফোন করে তার স্ত্রীকে জানায়, সে বাইকুল্লার কাছে চলন্ত ট্রেন থেকে ছেলেকে ফেলে দিয়েছে৷

Mumbai: Man flings 2-year-old son off running train, body found on tracks
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 8, 2016 8:18 pm
  • Updated:July 8, 2016 8:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেন থেকে দুধের শিশুকে ছুড়ে ফেলে দিল বাবা! কোনও সিনেমার প্লট নয়৷ বাস্তবেই ঘটল এমন নৃশংসতার ঘটনা৷ মুম্বইয়ে দুই বছরের শিশুকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিল বাবা৷ এই ঘটনায় কাইফ খান নামে ওই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে৷

শিশুটির বাবা কাদির খানই খোদ পরিবারের লোকজনকে ফোন করে জানায় সে তার ছেলেকে ট্রেন থেকে ছুড়ে ফেলে দিয়েছে৷ এরপর থেকেই ফেরার সে৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে মুম্বই পুলিশ৷
প্রসঙ্গত, এক সপ্তাহ আগে কাদির তার পরিবারের সঙ্গে মুম্বইয়ের চৌকি মহল্লায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে৷ কাইফ ছাড়াও কাদির ও তার স্ত্রী সামিনার পাঁচটি কন্যাসন্তান রয়েছে৷
মঙ্গলবার দুপুরে আত্মীয়দের সঙ্গে সামিনা কথাবার্তায় ব্যস্ত ছিলেন৷ তিনি মনে করেছিলেন ছোট্ট কাইফ তার দিদিদের সঙ্গে বাইরে খেলছে৷ কিন্তু বিকেলের দিকে তিনি জানতে পারেন তাঁর ছেলে নিখোঁজ৷ পরিবারের সবচেয়ে ছোট সন্তান কাইফের খোঁজে সন্ধান শুরু করে তাঁর পরিবার৷ ঘটনার কথা জানাতে সামিনা স্বামী কাদিরকে ফোন করেন৷ কিন্তু কাদিরের ফোন বন্ধ ছিল| স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে সামিনা তাঁর পরিবারের লোকজনের সঙ্গে থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন৷
এর কিছুক্ষণ পরই কাদির ফোন করে তার স্ত্রীকে জানায়, সে বাইকুল্লার কাছে চলন্ত ট্রেন থেকে ছেলেকে ফেলে দিয়েছে৷ এরপরই সামিনার পরিবার পুলিশকে ঘটনাটি জানায়৷ জিআরপি শিশুটির দেহ উদ্ধার করে৷ স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement