সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান ভাড়ার চেয়েও কম হবে মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড বুলেট ট্রেনের ভাড়া৷ বুধবার এ কথা জানালেন রেলমন্ত্রী সুরেশ প্রভু৷ তিনি জানিয়েছেন, আগামী ছয় বছরের মধ্যে হাই স্পিড করিডর তৈরির কাজ শেষ হবে৷
বুধবার লোকসভায় এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন প্রভু৷ রেলমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মুম্বই থেকে আহমেদাবাদের মধ্যে ৫০৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে বুলেট ট্রেনের সময় লাগবে মাত্র ২ ঘণ্টা৷ ওই ট্রেনের গড় গতিবেগ হবে ঘণ্টা প্রতি ৩২০ কিলোমিটার৷ ওই একই দূরত্ব যেতে দুরন্ত এক্সপ্রেসের সময় লাগে ৭ ঘণ্টা৷ প্রভু এদিন জানিয়েছেন, দেশের কোনও রাজ্যকে অবহেলা করা হবে না৷ বুলেট ট্রেনের পরিকাঠামো তৈরি করতে কোনও পক্ষপাতিত্ব করা হবে না৷ মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড করিডর তৈরিতে আনুমানিক খরচ হবে ৯৭,৬৩৬ কোটি টাকা৷ যার ৮১% এখন ঋণ হিসাবে দিচ্ছে একটি জাপানি সংস্থা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.