সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফুকেট ও হুয়া হিন শহরে ধারাবাহিক বিস্ফোরণে নিহত ৪, আহত ৩০ জনেরও বেশি৷ গত ২৪ ঘন্টায় দক্ষিণ তাইল্যান্ড ও হুয়া হিনে অন্তত আটটি বিস্ফোরণ ঘটেছে৷
হুয়া হিনের জেলাশাসক জানিয়েছেন, শুক্রবার ক্লক টাওয়ারের কাছে জোড়া বিস্ফোরণে একজন নিহত হয়েছেন৷ বৃহস্পতিবার থেকে আশেপাশের এলাকাগুলিতেও বোমা ফাটার শব্দ পাওয়া গিয়েছে৷ হুয়া হিন প্রদেশে চারটি বিস্ফোরণের পাশাপাশি ফুকেট দ্বীপেও বোমা ফেটেছে৷ বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে দক্ষিণে ট্র্যাঙ্গ শহরেও৷ বিস্ফোরণে আহতদের মধ্যে অনেকেই বিদেশি পর্যটক বলে সংবাদসংস্থা এপি সূত্রে খবর৷ হুয়া হিন শহরে বিস্ফোরণে বেশ কয়েকজন মার্কিন, ব্রিটিশ ও ইতালীয় নাগরিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে৷
কারা এই বিস্ফোরণ ঘটাল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ উড়িয়ে দেওয়া হচ্ছে না জঙ্গি হামলার আশঙ্কাও! প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার সামরিক শাসনের বিরুদ্ধেই এই হামলা কি না, জানতে তদন্ত শুরু করেছে তাইল্যান্ডের পুলিশ৷ আহতদের চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন৷ এদিকে হামলার পরেই ফুকেট ছাড়তে শুরু করেছেন বিদেশি পর্যটকরা৷
#NEWSGRAPHIC: Series of bomb blasts around Thailand Thursday and Friday pic.twitter.com/RQJjopvMyw
— AFP news agency (@AFP) August 12, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.