Advertisement
Advertisement

Breaking News

শিক্ষাপ্রতিষ্ঠানে আচরণবিধি চালুর ভাবনা রাজ্যের

শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে এবার আরও কড়া ভূমিকায় রাজ্য সরকার৷

Mulling code of conduct to end student gheraos: Partha Chatterjee
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 18, 2016 1:09 pm
  • Updated:July 25, 2022 12:52 pm  

স্টাফ রিপোর্টার: ঘেরাও-অবস্থান তো চলবেই না৷ শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে এবার আরও কড়া ভূমিকায় রাজ্য সরকার৷ শীঘ্রই কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া-শিক্ষক-অশিক্ষক কর্মীদের জন্য ‘আচরণবিধি’ তথা ‘কোড অফ কন্ডাক্ট’ প্রণয়ন করতে চলেছে উচ্চশিক্ষা দফতর, জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

বিষয়টি যদিও এখনও ভাবনাচিন্তার স্তরে রয়েছে বলে জানিয়েছেন তিনি৷ এ বিষয়ে বেশ কয়েক দফা আলোচনাও হয়েছে দফতরে৷ এছাড়াও ছাত্র সংসদের সদস্যদের উদ্দেশে নিজেদের কাজ দায়িত্ব সহকারে পালনের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী৷ তিনি বলেন, কলেজ-বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কাজ, পড়ুয়াদের সাহায্য করার দিকে দায়বদ্ধ থাকবে ছাত্র সংসদ৷ অনলাইনে ছাত্রভর্তি ব্যবস্থা আরও জোরদার করতে সাহায্য করবে তারা৷ যাতে শুধুমাত্র মেধার ভিত্তিতেই সমস্ত পড়ুয়া ভর্তি হতে পারে৷ পার্থবাবু ক্যাম্পাসে ঘেরাও-অবস্থানকে আইনবিরুদ্ধ বলে উল্লেখ করেন৷

Advertisement

এদিকে মেয়াদ শেষের দিন ঘেরাও-অবস্থান নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুগত মার্জিত৷ তাঁর সেই বক্তব্যকে সমর্থন করেন আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী৷ এবার সুগতবাবুর বক্তব্যের প্রতিফলন দেখা গেল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথাতেও৷ ঘেরাও-অবস্হানের পথ নীতিবিরুদ্ধ বলে তা পরিত্যাগ করে আলাপ-আলোচনার মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান করার পক্ষে সওয়াল করেন তিনি৷ এছাড়াও ক্লাসে পর্যাপ্ত উপস্থিতি না থাকলেও পরীক্ষায় বসার দাবিতে চলা আন্দোলনও কোনওমতে বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন শিক্ষামন্ত্রী৷

ঘেরাও অবস্থান প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “ঘেরাও, অবস্থান অনৈতিক, আইনবিরুদ্ধ৷ এ পথ পরিত্যাগ করে চলা উচিত৷ আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা মেটানো উচিত৷ শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকেও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্যার সমাধান করা উচিত৷” এদিকে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভোটে এবার ‘নোটা’ তালিকাভুক্ত করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)৷ ছাত্র ভোটে পড়ুয়ারা এবার ‘নোটা’কেও পছন্দের ‘প্রার্থী’ হিসাবে বাছাই করতে পারবে৷ রাজ্যের কাছে যদিও এখনও এ সংক্রান্ত নির্দেশিকা আসেনি বলেই জানান শিক্ষামন্ত্রী৷ নির্দেশ এলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement