Advertisement
Advertisement

বহু জানা-অজানা জীবনের গল্পে মাহির বায়োপিক ট্রেলার

খোদ মাহি ছবির প্রচারে অংশগ্রহণ করেছিলেন৷

MS Dhoni: Cricket Player Debuts Trailer of Movie Based on His Life
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 11, 2016 10:10 pm
  • Updated:August 11, 2016 10:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনের গল্প নিয়ে পরিচালিক নীরজ পাণ্ডে তৈরি করেছেন, এম এস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি৷ সেই ছবিরই ট্রেলার মুক্তি পেল গত বুধবার৷পরিচালক ছবির প্রমোশনে এনেছিলেন নতুনত্ব৷ ইন্টারনেটে ছবির ট্রেলার রিলিজ না করে, দেশের কয়েকটি শহর বেছে নিয়েছিলেন ছবির প্রমোশনের জন্য৷ আর এই ছবির প্রমোশনে তাঁকে এবং ছবির অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে সঙ্গ দিয়েছিলেন কে জানেন?

খোদ মাহি ছবির প্রচারে অংশগ্রহণ করেছিলেন৷

Advertisement

গতকাল ছবির অফিসিয়াল ট্রেলার জলন্ধর, দিল্লি এবং মুম্বইয়ে মুক্তির পর আজ ইন্টারনেটে ছড়িয়ে গেল সুশান্ত সিং অভিনীত ধোনির বায়োপিকের সেই ট্রেলারটি ৷ রাঁচির এক মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা এক সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠার গল্প রয়েছে ছবিতে৷ সঙ্গে রয়েছে মাহির জীবনের বহু জানা-অজানা কাহিনী৷ ভারতীয় রেলে চাকরি করা থেকে শুরু করে, ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক হয়ে ওঠা, প্রেম থেকে শুরু করে এবং জীবনের নানা উত্থান-পতনের মুহূর্তকে ফ্রেমবন্দী করেছেন পরিচালক৷ ছবির ট্রেলারেও মাহির জীবনের বেশ কিছু মুহূর্তের ঝলক দেখা গেল৷

দেখে নিন ট্রেলারটি:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement