স্টাফ রিপোর্টার: এবার প্রেসিডেন্সি ক্যাম্পাস থেকে মিলল মশার লার্ভা৷ শুক্রবার পুরসভার স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধিদল এই স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বেশ কয়েকটি জায়গা থেকে ডেঙ্গু ও ম্যালেরিয়া বাহক মশার লার্ভা উদ্ধার করে৷ মশা নিয়ন্ত্রণে অবশ্য ‘লেটার মার্কস’ পেয়ে পাস করল কলকাতা বিশ্ববিদ্যালয়৷
এদিন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের একটি টিম কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যলয় ও হেয়ার স্কুল পরিদর্শন করে৷ প্রেসিডেন্সি ক্যাম্পাসের মেন গেটের পাশে জঞ্জাল ও বাঁশের ফালির জমা জলে এডিস ও অ্যানোফিলিস মশার লার্ভার সন্ধান মিলেছে৷ এরপরই চাঞ্চল্য ছড়ায়৷ ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যকর্তারা৷ কারণ, বর্ষা শুরুর আগেই অপর এক কলেজের পাশাপাশি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মীকে পুরসভার স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধের জন্য প্রশিক্ষণ দেয়৷ কিন্ত্ত তারপরেও বর্ষার জমা জলে এদিন এডিস মশার লার্ভা মিলতেই স্বাস্থ্যকর্তারা প্রেসিডেন্সি কর্তৃপক্ষের মশা নিধনে সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন৷ যা নিয়ে পড়ে পরে উপাচার্য অনুরাধা লোহিয়া বলেন, “অল্প কিছু জায়গায় সমস্যা থাকলেও তা দ্রূত পরিষ্কার করে দেওয়া হবে৷ দু’দিন পরে এলেই আর লার্ভার দেখা মিলবে না৷” স্বাস্থ্যকর্তাদের দাবি, সমাজের উচ্চশিক্ষিতদের একাংশ ডেঙ্গু-ম্যালেরিয়ার মশা প্রতিরোধের বিষয়ে উদাসীন৷
অভিজাত আবাসনের বাহারি টবে মিলছে এডিস মশার লার্ভা৷ অথচ বস্তিতে মিলছে না৷ কলকাতা বিশ্ববিদ্যালয় জঞ্জাল থাকলেও তাতে লার্ভা মেলেনি৷ হেয়ার স্কুলে সামান্য পরিমাণে কিউলেক্স মশার লার্ভা মিলেছে৷ তবে মোটের উপর পরিস্থিতি সন্তোষজনক৷ এদিকে, রাজ্যে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ২০৫ জন৷ এই নিয়ে রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হল ৩৬৪৩৷ মৃত্যু সেই সতেরোতেই আটকে রয়েছে৷ এমনটাই জানালেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডা. বিশ্বরঞ্জন শতপথী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.