Advertisement
Advertisement

৪.৩ কোটি টাকায় বিকিয়ে গিনেস বুকে নাম তুলল মোদির স্যুট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গিনেস বুকে নাম উঠল মোদির স্যুটের৷ কী সেই স্যুটের বিশেষত্ব? মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন প্রথমবার ভারতে এসেছিলেন, তখন এই স্যুটেই তাঁকে অভ্যর্থনা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ সেই স্যুটটিই রেকর্ড দামে কিনে নিলেন জনৈক সুরাত অধিবাসী৷আরও পড়ুন:‘একটা সময় থামতে হয়…’, মহারাষ্ট্রে ভোটের মুখে শরদের গলায় রাজনৈতিক সন্ন্যাসের ইঙ্গিতডলারের তুলনায় টাকার দামে রেকর্ড পতন, কোন […]

Modi Suit sold at auction for 4.3 crore setting Guinness record
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 20, 2016 6:44 pm
  • Updated:August 20, 2016 6:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গিনেস বুকে নাম উঠল মোদির স্যুটের৷ কী সেই স্যুটের বিশেষত্ব? মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন প্রথমবার ভারতে এসেছিলেন, তখন এই স্যুটেই তাঁকে অভ্যর্থনা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ সেই স্যুটটিই রেকর্ড দামে কিনে নিলেন জনৈক সুরাত অধিবাসী৷

আহমেদাবাদের এক পোশাক কোম্পানি মোদির জন্য এই বিশেষ স্যুটটি তৈরি করেন৷ এমনিতেই প্রধানমন্ত্রীর পোশাক ফ্যাশন দুনিয়ায় নয়া এক ঘরানার জন্ম দিয়েছে৷ এমনকী ওবামা নিজেও একবার মোদি কুর্তা পরতে আগ্রহ দেখিয়েছিলেন৷ ওবামার এদেশে আসা উপলক্ষ্যেই বিশেষভাবে বানানো হয় এই স্যুটটি৷ যেখানে প্রতিটি স্ট্রাইপে লেখা আছে- নরেন্দ্র দামোদরদাস মোদি৷ এ স্যুটই সবথেকে বেশি দামে বিক্রিত হয়ে রেকর্ড গড়ল৷

Advertisement

কে কিনলেন এটি? ক্রেতা লালজিভাই তুলসীবাঈ প্যাটেল৷ সুরাতের এই বাসিন্দা হিরের ব্যবসায়ী৷ ব্যক্তিগত এয়ারলাইনও আছে তাঁর৷ নিলামে মোদির সেই স্যুট তিনি কিনলেন প্রায় ৪.৩ কোটি টাকায়৷ প্রথমে বলা হয়েছিল এই স্যুট নিলামে সবথেকে বেশি হলে ৫ লক্ষ টাকা তুলতে পারে৷ কিন্তু লালজিভাইয়ের হাঁকা দর আদতে সকলকে চমকে দিল৷ এত মূল্যে কখনও স্যুট বিক্রি হয়নি৷ ফলে তা নাম লেখাল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে৷

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement