Advertisement
Advertisement

মোদির মন্ত্রিসভায় স্থান পেলেন সাংসদ আলুওয়ালিয়া

কেন্দ্রে দ্বিতীয় বর্ষপূর্তির পর মন্ত্রিসভায় দ্বিতীয় রদবদল সেরে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Modi Cabinet Expansion, Ahluwalia gets entry from Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 5, 2016 12:53 pm
  • Updated:August 7, 2021 1:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবুল সুপ্রিয়র পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় আরও এক সাংসদ পেল বাংলা৷ এবারে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন দার্জিলিংয়ের সাংসদ এস এস আলুওয়ালিয়া৷ ২০১০-২০১২ সালে রাজ্যসভায় ডেপুটি বিরোধী দলনেতার দায়িত্ব সামলেছিলেন আলুওয়ালিয়া৷ পি ভি নরসিমা রাওয়ের মন্ত্রিসভাতে রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন বিজেপি নেতা৷ এবারে সামিল হলেন মোদির মন্ত্রিসভায়৷

মঙ্গলবার শপথ নিলেন মোট ১৯ কেন্দ্রীয় মন্ত্রী৷ উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগেই শিঁকেয় ছিড়ল অনুপ্রিয়া প্যাটেলের৷ হলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী৷ পূর্ণমন্ত্রীর মর্যাদা পেলেন পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ মন্ত্রী হলেন বিজেপি-র রাজ্যসভার সাংসদ এম জে আকবর৷ এছাড়াও রয়েছেন বিজয় গোয়েল, রামদাস আতওয়ালে, কৃষ্ণা রাজ, রমেশ জিগনিজাগি, অনিলমাধব দাভের মতো নাম৷

Advertisement

কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৮১ জন মন্ত্রীর সংস্থান থাকলেও, এতদিন ছিলেন ৬৫ জন মন্ত্রী৷ কেন্দ্রে দ্বিতীয় বর্ষপূর্তির পর মন্ত্রিসভায় দ্বিতীয় রদবদল সেরে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আগামী সপ্তাহে আফ্রিকা সফরের আগে তড়িঘড়ি এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement