Advertisement
Advertisement

Breaking News

কাজের প্রতিশ্রুতি দিয়ে মডেলকে ধর্ষণ, গ্রেফতার টলিউডের চিত্রগ্রাহক

টালিগঞ্জের সিনেমা পাড়ার আনাচে কানাচেও কাস্টিং কাউচের ছবিই স্পষ্ট হল৷

Model raped and harrased, photographer arrested
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 30, 2016 12:13 pm
  • Updated:July 30, 2016 12:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমায় সুযোগ পাইয়ে দেওয়ার নামে নানা আপত্তিকর ছবি তোলা৷ পরে সেই ছবি দেখিয়েই ব্ল্যাকমেল, এমনকী  একাধিকবার ধর্ষণও৷ এক মডেলের তোলা এ অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হল হল অনিকেত দাঁ নামে টালিগঞ্জের এক চিত্রগ্রাহককে৷

তরুণীর অভিযোগ,  টলিপাড়ায় কাজের সুযোগ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন অভিযুক্ত যুবক৷ এরপরই তাঁর বিভিন্ন রকম ছবি তোলেন তিনি৷ কিন্তু কাজ তো দূরের কথা, বরং সেই আপত্তিকর ছবি দেখিয়ে চলতে থাকে ক্রমাগত ব্ল্যাকমেল৷ ছবি প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে তরুণীকে বাড়িতে ডেকে আনে ওই চিত্রগ্রাহক৷ সেখানেই তাঁকে একাধিকবার ধর্ষণও করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তরুণী মডেল৷ বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয় বলেও জানান তিনি৷ শুক্রবার রিজেন্ট পার্ক থানায় ওই তরুণী ধর্ষণ, প্রতারণার অভিযোগ দায়ের করলে গ্রেফতার করা হয় অভিযুক্ত চিত্রগ্রাহককে৷ এদিনের ঘটনায় টালিগঞ্জের সিনেমা পাড়ার আনাচে কানাচেও কাস্টিং কাউচের ছবিই স্পষ্ট হল৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement