Advertisement
Advertisement

Breaking News

যৌন হেনস্তায় অভিযুক্ত গায়ক মিকা সিং

যৌন হেনস্তার অভিযোগ উঠল গায়ক মিকা সিংয়ের বিরুদ্ধে৷ মঙ্গলবার তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনলেন ৩২ বছর বয়সি এক মডেল৷

Model accuses singer Mika Singh of molestation
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 6, 2016 11:40 am
  • Updated:July 6, 2016 11:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন হেনস্তার অভিযোগ উঠল গায়ক মিকা সিংয়ের বিরুদ্ধে৷ মঙ্গলবার তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনলেন ৩২ বছর বয়সি এক মডেল৷

এর আগেও বড়সড় বিতর্কে জড়িয়ে পড়েছিলেন এই পপ গায়ক৷ প্রকাশ্যে রাখি সাওয়ান্তকে চুম্বন করে নানা জল্পনার মাত্রা চড়িয়ে দিয়েছিলেন৷ তারপর অবশ্য খানিক ভাটা পড়েছিল এসবে৷ নিজের কেরিয়ার নিয়েই ব্যস্ত ছিলেন, এবং সাফল্যও আসছিল বেশ তরতরিয়ে৷ তবে এই ঘটনা প্রমাণ করল, মিকা তেমন বদলাননি৷ মিকার কর্মকাণ্ডে বিশেষ আলো পড়েনি এই যা৷ মডেলের অভিযোগে তা আবার নতুন করে সামনে চলে এল৷

Advertisement

কী অভিযোগ ওই মডেলের? জানা গিয়েছে, ওই মডেল প্রায়শই যেতেন মিকার বাড়িতে৷ উদ্দেশ্য, সিনেমায় কাজ পাওয়া৷ মিকা তাঁকে সেরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেও দাবি ওই মডেলের৷ সেই অছিলাতেই মডেলকে যৌননিগ্রহ করেন মিকা বলেই অভিযোগ তোলা হয়েছে৷ গায়কের বিরুদ্ধে ভার্সোভা থানায় এফআইআর দায়েরও করা হয়েছে৷

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন মিকা৷ তাঁর দাবি, ওই মহিলা তাঁর পরিচিতা ছিলেন ঠিকই, কিন্তু তাঁর থেকে প্রায় ৫ কোটি টাকা চাইছিলেন৷ টাকা না দিলে তাঁর কেরিয়ার শেষ করে দেওযা হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল৷ ওই মহিলার বিরুদ্ধে তাই পাল্টা অভিয়োগ দাযের করেছেন তিনি৷ মিকার বাড়িতে ঠিক কী ঘটেছিল তা জানার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ৷ এখনও এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement