ক্ষীরোদ ভট্টাচার্য: অনশন মঞ্চ থেকে উধাও জুনিয়র ডাক্তার পরিচয় পাণ্ডার মোবাইল ফোন। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল। গোটা অনশন চত্ত্বরে চিরুনি তল্লাশি চালিয়েও ফোন পাওয়া যায়নি বলেই খবর।
ঘটনার সূত্রপাত শনিবার দুপুরে। জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে পুলিশি নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। মাছি গলবার উপায় ছিল না। কারণ, সেই সময় সেখানে ছিলেন মু্খ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী-সহ অন্যান্যরা। প্রায় একঘণ্টা সেখানে ছিলেন তাঁরা। তার পর মুখ্যসচিব সবে তাঁর গাড়িতে উঠেছেন। এমন সময় একটা গোলমাল। জানা গেল, রহস্যজনকভাবে জুনিয়র ডাক্তার পরিচয় পাণ্ডার মোবাইল ফোন উধাও!
গোটা অনশন চত্বর চিরুনি তল্লাশি চালিয়েও ফোন পাওয়া যায়নি। যখন পরিচয় বুঝতে পারলেন তাঁর স্মার্ট ফোন নেই। বন্ধু সহকর্মীদের ফোন থেকে একবার-দুবার ফোন করেছিলেন। প্রথমে ফোন বাজলেও পরে তা বন্ধ হয়ে যায়। বস্তুত, সেই সময়ে মঞ্চের বাইরে ব্যাপক ভিড় হয়েছিল। ভিড়ের মধ্যেই পরিচয়ের ফোন গায়েব হয়। প্রসঙ্গত, একটানা ১৪ দিন ধরে অনশন করছেন কিছু জুনিয়র ডাক্তার। ক্রমাগত তাঁদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। ইতিমধ্য়ে কয়েকজনকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে। জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। তাই এই মুহূর্তে তাঁদের অনশন প্রত্যাহারের আরজি জানিয়েছেন। ইমেলে রাজ্য সরকারের স্পষ্ট দাবি, জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবির মধ্যে অধিকাংশই মেনে নেওয়া হয়েছে। বাকিগুলির জন্য কাজ চলছে। এর মধ্য়ে সোমবার বিকেল পাঁচটায় নবান্ন সভাঘরে ১০ প্রতিনিধিকে বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.