Advertisement
Advertisement

যাত্রীসহ অটোকে পিষল বিধায়ক পুত্রের গাড়ি, মৃত ৩

সিদ্ধার্থ মহারিয়া নামে বছর চব্বিশের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷

MLAs-son-mows-down-three-in-Jaipur-injures-cop
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 2, 2016 5:00 pm
  • Updated:September 8, 2020 1:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়ি চালানোর শখ হয়েছিল বিধায়ক-পুত্রের৷ আর প্রাণের বিনিময়ে তার খেসারত দিতে হল এক অটোচালক-সহ দুই যাত্রীকে৷ ঘটনায় জখম হয়েছেন এক পুলিশ অফিসারও৷ সিদ্ধার্থ মহারিয়া নামে বছর চব্বিশের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷

ফতেপুরের বিধায়ক নন্দকিশোর মহারিয়ার ছেলে সিদ্ধার্থ মহারিয়াই গাড়ি চালাচ্ছিল বলে দাবি পুলিশের৷ প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, তীব্র গতিতে তার বিএমডব্লিউ চালাচ্ছিল সিদ্ধার্থ৷ সেই অবস্থাতেই গিয়ে ধাক্কা দেয় একটি অটোকে৷ আঘাতের তীব্রতা এতটাই ছিল যে প্রায় দুমড়ে যায় অটোটি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যাত্রী-সহ অটোচালকের৷ দুর্ঘটনা দেখে এগিয়ে আসছিল একটি পুলিশ ভ্যান৷ নিয়ন্ত্রণ হারিয়ে সেই ভ্যানেও ধাক্কা দেয় বিধায়ক-পুত্রের গাড়ি৷ জখম হন কর্তব্যরত এক পুলিশ অফিসারও৷

Advertisement

 যদিও সিদ্ধার্থর দাবি, সে চালকের আসনে ছিল না৷ তার এক ভাইয়ের সঙ্গে পিছনের সিটে বসে ছিল৷ সংবাদমাধ্যমে ভুল খবর প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ তোলে সে৷ কিন্তু জখম পুলিশ অফিসারের বয়ান অনুযায়ী, চালকের আসনে তিনি সিদ্ধার্থকেই বসে থাকতে দেখেছিলেন৷ ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ৷ যদিও বিধায়ক-পুত্রকে বাঁচানোর চেষ্টা করছে বলে পুলিশের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে৷ কেননা তার বিরুদ্ধে যে ধারা প্রয়োগ করা হয়েছে, তা ততোটাও কড়া নয় বলে মনে করা হচ্ছে৷ এ অভিযোগ অস্বীকার করে পুলিশের তরফে জানানো হয়েছে, যেহেতু সিদ্ধার্থ গাড়ি চালাচ্ছিল না বলে দাবি করেছে, তাই তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হচ্ছে৷ দুর্ঘটনার সময় সিদ্ধার্থ মদ্যপ ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement