Advertisement
Advertisement

তৃণমূলের দাবিতে শুরু কালামের স্মৃতিসৌধের কাজ

তিরক্ষা মন্ত্রী জানিয়ে দিলেন, মৃত্যুবার্ষিকীতেই তৈরি হবে এই স্মৃতিসৌধ তৈরির কাজ৷

memorial-to-kalam-to-come-up this year, defence minister replies to DerekO'Brien
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 20, 2016 1:06 pm
  • Updated:July 20, 2016 1:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি শিক্ষক৷ আজীবন দেশ ও দশের সেবা করেছেন৷ মিসাইল টেকনোলজিতে দেশের সম্মান বাড়িয়েছেন তাঁর গবেষণায়৷ দেশগঠনে আজীবন ছাত্রদের অনুপ্রেরণা জুগিয়েছেন৷ অথচ মৃত্যুর  এক বছর পরেও তৈরি হল না তাঁর স্মৃতিসৌধ৷ মঙ্গলবার গুরু পূর্ণিমার দিনে এ প্রসঙ্গই সংসদে তুলে এনেছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷ উত্তরে প্রতিরক্ষা মন্ত্রী জানিয়ে দিলেন, মৃত্যুবার্ষিকীতেই তৈরি হবে এই স্মৃতিসৌধ তৈরির কাজ৷

কালামের মৃত্যুর পর কেটে গিয়েছে এক বছর৷ কিন্তু তাঁর কবরস্থানের পাশে এখনও শুধুই একটা টিনের ঘর৷ যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে আবর্জনা৷ কুকুর, বেড়ালের অবাধ বিচরণ৷ কোথায় প্রস্তাবিত কালাম মেমোরিয়াল? কথা ছিল, চেন্নাই থেকে ৫০০ কিলোমিটার দূরে রামশ্বরমে তাঁর কবরস্থানেই গড়ে উঠবে তাঁর স্মৃতি স্মারক, মেমোরিয়াল৷ একঝাঁক প্রথম সারির মন্ত্রীকে নিয়ে কমিটি গড়ার পাশাপাশি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেণ্ট অর্গানাইজেশন বা ডিআরডিও-কে দায়িত্ব দেয় কেন্দ্র৷ আগামী ২৭ জুলাই কালামের প্রয়াণদিবস৷ কিন্তু কাজ কার্যত বিশ বাঁও জলে৷ মঙ্গলবার সংসদে এ নিয়েই প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন৷ সাফ জানালেন, এখন আরও জমি প্রয়োজন বলে রাজ্যের কোর্টে বল ঠেলছে কেন্দ্র৷ যদিও এআইএডিএমকে, ডিএমকে বা কেন্দ্র কাউকেই দোষারোপ করতে চাননি তিনি৷ জানিয়েছেন, কাজটাই আসল লক্ষ্য৷

Advertisement

জমি সংক্রান্ত সমস্যা ছিল বলেই এতদিন পিছিয়েছে কাজ৷ তবে আর সে সমস্যা নিয়ে আটকে থাকতে চায় না কেন্দ্র৷ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, অতিরিক্ত যে জমি প্রয়োজন  ছিল তা নিয়ে এখন আর ভাবা হচ্ছে না৷ বরং প্রয়াণদিবসেই প্রস্তাবিত কালাম মেমোরিয়ালের কাজ শুরু হবে বলে জানালেন তিনি৷

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement